১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলার ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিন্দা ও প্রতিবাদ

বিএনপি অফিসে পুলিশের হামলা গুলিবর্ষণের ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিন্দা। - ছবি : সংগৃহীত

বিএনপি অফিসে পুলিশ ও সরকারি দলের কর্মীদের অতর্কিত হামলা, গুলিবর্ষণ ও বিরোধী রাজনৈতিক কর্মী হত্যা ও গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি।

বুধবার (৭ ডিসেম্বর) ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল
এ বিষয়ে যৌথ বিবৃতি দেন।

বিবৃতিতে তারা বলেন, বিনা উস্কানিতে এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। শুধুমাত্র বিরোধী দলকে দমন করার জন্য এই ঘৃণ্য ঘটনা ঘটানো হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে হত্যার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং গ্রেফতার ব্যক্তিদের মুক্তি দাবি করেন।

আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল গণমাধ্যমে এ বিবৃতি প্রেরণ করেন।

এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং গ্রেফতার ব্যক্তিদের মুক্তি দাবি করেন।


আরো সংবাদ



premium cement