২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নিরপেক্ষ নির্বাচন হলে দেখা যাবে কত খেলতে পারেন : গয়েশ্বর

- ছবি - নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যারা দিনের ভোট রাতে কাটে তাদের সাথে বিএনপি খেলে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে দেখা যাবে কত খেলতে পারেন।’

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে কোন দল ক্ষমতায় আসে তা দেখতে চান তিনি।

বুধবার সারা দেশে নেতা-কর্মীদের নামে গায়েবি ও মিথ্যা মামলা, পুলিশি নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ হবে। আমরা সমাবেশ করব পল্টনে কিন্তু অনুমতি দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। সাথে শর্ত দিয়েছেন ২৬টি। সমাবেশে কোনো জেলার কাউকে দাওয়াত দেয়া হয়নি। বিএনপি কোনো অবস্থান ধর্মঘট দেয়নি, শুধু দিয়েছি সমাবেশ। বিএনপি কিছু গোপন রাখে না, সরাসরি বলে দিবে কোনদিন কী হবে। ভোটের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি গুম খুনের বিচার চায় বিএনপি।

এ সময় প্রশাসনকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, আপনারা একটু পেশাজীবী হোন। চাকরির রুলস মেনে চলেন। কদিন পর বেতনের টাকা পাবেন না। পুলিশের এত ভয় কেন? সরকারের প্রতিনিধিত্ব পরিবর্তন হয়, প্রশাসনের হয় না।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সাবেক সভাপতি এবায়েদুল হক চান, উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আকতারুজ্জামান শামীম সহ কেন্দ্র ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এসময় আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিএনপির গণসমাবেশ সফল করার আহ্বান জানান নেতারা।


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে বাসের ধাক্কায় নদীতে ৪ মোটরসাইকেল ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল