২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পদত্যাগের জন্য প্রস্তুতি নেন : সরকারকে গয়েশ্বর

বক্তৃতা করছেন গয়েশ্বর চন্দ্র রায়। - ছবি : নয়া দিগন্ত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার কোন পদ্ধতিতে পদত্যাগ করবে ঢাকার ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশে তা বলে দেয়া হবে। সে অনুযায়ী সরকারকে প্রস্তুতি নেবার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ২১তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনা সভাটির আয়োজন করে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন।

গয়েশ্বর বলেন, ‘১০ তারিখ আমরা সরকারকে জানাবো কিভাবে তারা পদত্যাগ করবেন। আমরা যা কিছু করব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে করব। বিএনপি তো সর্বহারা পার্টি না বা আড়ালে-আবডালে থাকা দল না। যে গোপনে কোনোকিছু করব। সুতরাং ১০ তারিখ আমরা ঘোষণা দিব এই ঘোষণা অনুযায়ী আপনারা প্রস্তুতি নিবেন। আর আমাদের (বিএনপির) প্রস্তুতি আপনাদের (আওয়ামী লীগ) মোকাবেলা করে না, বরং পরাস্ত করা।’

তিনি বলেন, ‘হয় পদত্যাগ করবেন না হয় পদত্যাগে বাধ্য করব। কিসের জন্য বাধ্য করবো; ক্ষমতায় যাওয়ার জন্য না। জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দেয়ার জন্য। দেশের মালিক জনগণ। কোনো ব্যক্তি, দল দেশের মালিক নন। যদি কেউ মনে করে দেশটা তার পৈত্রিক সম্পত্তি, তিনি দেশের রাজা, তিনি যা ইচ্ছা তা করবে। তা মনে করলে এটাকে আমরা সমাপ্তি করতে চাই। মোট কথা যারা দেশকে পৈত্রিক সম্পত্তি মনে করে তাদের সরাতে হবে।’

ক্ষমতায় এলে বিএনপি আদালত (বিচার বিভাগ) নিয়ন্ত্রণ করবে না বলে জানিয়েছেন দলটির এই ভাইস চেয়ারম্যান।

তিনি বলেন, ‘পুলিশের একশ্রেণীর সদস্য যারা লুটপাট করে, তারা মনে করে এ সরকার না থাকলে তাদের কী হবে। এ কারণে তারা সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা পরামর্শ দেন। অতীতে এমন ঘটনা ঘটেছে। যার পরিণতি ভালো হয়নি; খুব খারাপভাবে পতন হয়েছে তাদের।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকী। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য সচিব জামিল আহমদ সিদ্দিকী।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।


আরো সংবাদ



premium cement