২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাষ্ট্রপতি শিবচরের দত্তপাড়ায় যাচ্ছেন আজ

রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ - ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া যাচ্ছেন আজ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে বিকেলে তিনি শিবচরের দত্তপাড়া যাবেন।

তার আগমন উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ শুক্রবার বিকেলে ঢাকায় ফেরার পথে তিনি শিবচরের দত্তপাড়া যাবেন। এখানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করবেন। এ সময় তিনি ইলিয়াস আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এবং দৃষ্টিনন্দন কলেজ মসজিদ পরিদর্শন করবেন।

রাষ্ট্রপতির আগমন ঘিরে গত কয়েক দিন ধরেই এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক দত্তপাড়ায় রাষ্ট্রপতির আগমন ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

উপজেলা প্রশাসন জানায়, রাষ্ট্রপতি শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান জানান, ’জেলা পুলিশের পক্ষ থেকে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় সার্বক্ষণিক মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। রাষ্ট্রপতির আগমন স্থলে জনসাধারণের চলাচলও সীমিত করা হয়েছে।’

 


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল