২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢাকা মেডিক্যাল থেকে পল্টন আসছে শাওনের লাশ

শহীদুল ইসলাম শাওন - ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের (২৬) লাশ নিয়ে নয়াপল্টনের দিকে আসছেন বিএনপি নেতাকর্মীরা।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় লাশ হস্তান্তর করলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে লাশ নিয়ে রওনা হয় নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শাওনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

কিন্তু শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির দফতর থেকে জানানো হয়েছে, শাওনের জানাজার নামাজ বাদ জুমার পরিবর্তে বিকেল ৫টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমকে জানান, বাদ জুমার পরিবর্তে বিকেল ৫টায় হবে শাওনের নামাজে জানাজা। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

উল্লেখ্য, গত বুধবার মুন্সিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে যুবদলকর্মী শাওন মারাত্মকভাবে আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাওন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং দলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের অদূরে মুক্তারপুরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়।

সংঘর্ষে গুলিতে শাওন মারাত্মকভাবে আহত হন। পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে নেয়া হয় লাইফ সাপোর্টে। শাওন মুক্তারপুর ওয়ার্ড যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।


আরো সংবাদ



premium cement