২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কওমি ও মহিলা মাদরাসা নিয়ে সংসদে নোংরা ইঙ্গিতপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রশিবিরের

কওমি ও মহিলা মাদরাসা নিয়ে সংসদে নোংরা ইঙ্গিতপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রশিবিরের। - ছবি : সংগৃহীত

সংসদে কওমি ও মহিলা মাদরাসা নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের নোংরা ইঙ্গিতপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার এক যৌথ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান এ প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, ‘কওমি ও মহিলা মাদরাসা নিয়ে গণধিকৃত ভোটারবিহীন এমপি ফখরুল ইমামের বক্তব্য ধৃষ্টতাপূর্ণ ও ইসলাম অবমাননার শামিল। “তিনি বলেছেন, মাদরাসার ছাত্ররা ভোর ৪টায় উঠে সকাল ৯টা পর্যন্ত কী পড়ে তা নিয়ে সন্দিহান। সেখানে সিলেবাস ছাড়া অন্য কিছু পড়ানো হয়” অন্য দিকে মহিলা মাদরাসাকে ভয়াবহ হিসেবে উল্লেখ ও ফরজ বিধান পর্দাকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘সেখানে গার্হস্থ্য বিজ্ঞান বা সংসার কিভাবে করতে হয় তা না শিখিয়ে অন্য কিছু শেখানো হয়।’ এমপি ফখরুল ইমামের এ বক্তব্যের মাধ্যমে তার অজ্ঞতা, ইসলাম বিদ্বেষ, নিম্নরুচিবোধ ও ব্যক্তিত্বহীনতারই বহি:প্রকাশ ঘটেছে।

তারা আরো বলেন, সবারই জানা মাদরাসার ছাত্ররা ফজরের নামাজ যথাসময়ে আদায়, হাফেজ হওয়ার জন্য পবিত্র কুরআন মুখস্থ ও একাডেমিক পড়া সম্পন্ন করার জন্য ভোরে উঠে। শুধু মাদরাসা শিক্ষার্থী নয় বরং সব শিক্ষার্থীর পড়াশোনার জন্য এ সময়টা সবচেয়ে উপযুক্ত এবং এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। এছাড়া শিক্ষকরা পড়াশোনার জন্য ভোর বেলাকেই উত্তম সময় বলে পরামর্শ দেন।

তারা আরো বলেন, পর্দা ইসলামের ফরজ বিধান, মহিলা মাদরাসার শিক্ষার্থীরা তা শতভাগ মেনে চলার চেষ্টা করে। একজন মুসলমান হয়েও ফরজ বিধানকে কটাক্ষ ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য অসভ্যতা, কাণ্ডজ্ঞানহীন, বিকৃত মনোভাবেরই বহি:প্রকাশ। তার এ বক্তব্য অগ্রহণযোগ্য এবং তার দলীয় সংসদ সদস্যই এ বক্তব্য সংসদে প্রত্যাখান করেছেন। আমরা এ গর্হিত বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখান করছি ও নিন্দা জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, কওমিসহ সব মাদরাসায় ইসলামের খুঁটিনাটি বিষয় ও সার্বিক শিক্ষা দিয়ে সুনাগরিক তৈরি করা হয়। মাদরাসা শিক্ষিতরা দেশ-জাতি ও স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। দেশ ও ইসলামপ্রেম, নৈতিক শিক্ষা, অপরাধ বিমুখ ও কাঙ্খিত সন্তান এবং সুনাগরিক গঠনে মাদরাসা শিক্ষিতরাই এগিয়ে। অথচ ফখরুল ইমামের মতো এক শ্রেণির জ্ঞানপাপী কওমি মাদরাসা ও মাদরাসা পড়ুয়াদের বিরুদ্ধে অব্যাহতভাবে বিষোদগার করে যাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, তার আপত্তিকর বক্তব্য শুধু দুঃখজনক নয় বরং এ বক্তব্য গোটা জাতিকে দারুণভাবে বিক্ষুব্ধ করেছে। অবিলম্বে তার এ বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার মতো ইসলাম বিদ্বেষী জ্ঞানপাপীদের কিভাবে উপযুক্ত জবাব দিতে হয় তা এদেশের ইসলাম প্রিয় ছাত্রজনতার ভালভাবেই জানা আছে।


আরো সংবাদ



premium cement
সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২ দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল ২৫০০ তরমুজ ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি

সকল