১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আমাদের গণতন্ত্র খুবই স্বচ্ছ : পররাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন - ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ‘খুবই স্থিতিশীল ও স্বচ্ছ’ গণতন্ত্র বজায় রাখে এবং যুক্তরাষ্ট্র হয়তো দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে ডেমোক্রেসি সামিটে আমন্ত্রণ জানিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে ডেমোক্রেসি সামিট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমরা একটি স্থিতিশীল গণতন্ত্র পেয়েছি, একটি অত্যন্ত পরিষ্কার ও স্বচ্ছ গণতন্ত্র। অবাধ ও সুষ্ঠু ভোট হচ্ছে।

মিয়ানমার, আফগানিস্তানে অনেকেই ভোট দিতে পারে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশে, সমস্ত মানুষ ভোট দিতে পারে। ইচ্ছা থাকলে উপায় হয়। সেই দৃষ্টিকোণ থেকে, আমরা অনেক ভালো।

ড. মোমেন বলেন, যারা দুর্বল তাদের ডাকা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা দুই ধাপে শীর্ষ সম্মেলন করবে। প্রথম ধাপে গণতন্ত্রে দুর্বল কিছু দেশ যোগ দেবে।

তিনি বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ প্রয়োজনে বাংলাদেশের জনগণ গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে কাজ করবে।

প্রথম দিন থেকেই, বাইডেন-হ্যারিস প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে সময়ের অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে গণতন্ত্রের নবায়ন অপরিহার্য। প্রেসিডেন্ট জো বাইডেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বলেছেন, কোনো গণতন্ত্র নিখুঁত নয় এবং কোনো গণতন্ত্রই চূড়ান্ত নয়।

৯-১০ ডিসেম্বর, রাষ্ট্রপতি বাইডেন গণতন্ত্রের জন্য প্রথমবারের মতো দুটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন। যা গণতান্ত্রিক পুনরূদ্ধারের জন্য একটি ইতিবাচক এজেন্ডা নির্ধারণ করতে সাহায্য করবে। এছাড়া সবচেয়ে বড় হুমকি মোকাবিলা করতে সরকার, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতাদের একত্রিত করবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২

সকল