২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রবি’তে আন্দোলনে শিক্ষার্থীরা, আরো একজনের আত্মহত্যার চেষ্টা

রবি’তে আন্দোলনে শিক্ষার্থীরা, আরো একজনের আত্মহত্যার চেষ্টা - ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বরখাস্তের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আবারোও কঠোর অন্দোলনে নেমেছেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। টানা এক ঘণ্টা মহাসড়কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরেন।

শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থানকালে কোনো সহিংস ঘটনা বা যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে শাহজাদপুরের মহাসড়কের বিসিক মোড়ে শিক্ষার্থীদের অবস্থানকালে পাবনা, কুষ্টিয়া, খুলনা, যশোর এবং সিরাজগঞ্জ, বগুড়া, উত্তরাঞ্চল ও ঢাকাগামী শতশত যানবাহন দু’পাশে আটক পড়ে। এতে বিপাকে পড়েন শতশত যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জানা গেছে, মহাসড়ক অবরোধের আগে আন্দোলনরত শিক্ষার্থীর মধ্য থেকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শামিম হোসেন একাডেমিক ভবনের চার তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু সহকর্মী ও শিক্ষার্থীদের কারণে তার সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর আবার তিনি বিষপানে আত্মহননের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদ হোসেন ও দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী আমিনুর রহমান শিক্ষার্থীদের ভিড়ে ও হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

এদিকে, শিক্ষার্থী শামিমের বিষপানে আত্মহননের চেষ্টার খবর পেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা আরো বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: সোহেল আহম্মেদ জানান, শিক্ষার্থীদের মাধ্যমে বিষপানের ঘটনার বিবরণ পেয়ে অসুস্থ শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। ন্যূনতম ২৪ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থী শঙ্কামুক্ত কিনা তা বলা যাবে না।

আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আবু জাফর বলেন, আমরা কোন সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। অভিযুক্ত শিক্ষক ফারহানাকে স্থায়ীভাবে বরখাস্ত না করা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাবার কর্মসূচি ছিল। কিন্তু হঠাৎ শামিম নামে এক শিক্ষার্থী আত্মহননের চেষ্টা করলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। দাবি আদায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে।

এর আগে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনের ঘটনার তদন্ত দলের প্রধান প্রভাষক লায়লা ফেরদৌস হিমেলসহ অন্যান্য শিক্ষকরা একাডেমিক ভবনের সামনে আসেন। এ সময় রেজিস্ট্রার সোহরাব আলী শিক্ষার্থীদের সঙ্গে বার বার আলোচনা করতে এসেও ব্যর্থ হন।

রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও তদন্ত দলের প্রধান প্রভাষক লায়লা ফেরদৌস হিমেল বলেন, ‘আমরা প্রায় কুড়িজন শিক্ষক আন্দোলনকারী শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করেও ব্যর্থ হই। এক পর্যায়ে আমাদের সামনেই শামিম হোসেন একাডেমিক ভবনের চার তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার দায়ে অভিযুক্ত শিক্ষক ফারহানা বিশ্ববিদ্যালয়ের গুরত্বপূর্ণ তিনটি পদ থেকে সরে দাঁড়ান। গত ৩০ সেপ্টেম্বর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বরখাস্ত হন তিনি। তার স্থায়ী বরখাস্তের ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন থেকে সাময়িক সরে আসেন শিক্ষার্থীরা।

ইতোমধ্যে ঘটনার তদন্তও শেষ হয়েছে। প্রতিবেদন জমাও পড়েছে। কিন্তু শিক্ষক ফারাহানার স্থায়ী বরখাস্তের প্রক্রিয়াটি সিন্ডিকেট সভায় রহস্যজনক ঝুলে যায়। এরই প্রেক্ষিতে শুক্রবার রাত থেকে অনশনসহ ফের আন্দোলনে যান শিক্ষার্থীরা।


আরো সংবাদ



premium cement
বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী

সকল