২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

একটি মহল পানি ঘোলা করার অপচেষ্টায় লিপ্ত : জামায়াত

- ফাইল ছবি

সম্প্রতি পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিরীহ মানুষ হত্যা, গণগ্রেফতার ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এ সংক্রান্ত বিভিন্ন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসাথে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে হামলারও নিন্দা জানিয়েছে দলটি।

মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এ বিষয়ে সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘সম্প্রতি কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে চাঁদপুরে চারজন নিরীহ মানুষ নিহত হন। কোনো তদন্ত ছাড়াই দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক লোককে গ্রেফতার করা হয়। শত শত মানুষকে আসামি করে মামলা করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে প্রমাণিত সত্য ঘটনাকে পাশ কাটিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা উস্কানিমূলক বক্তব্য রেখে পরিস্থিতিকে জটিল ও ঘোলাটে করে তুলেছেন। একটি মহল হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর চালিয়েছে। কোনো কোনো স্থানে লুটপাটের ঘটনাও সঙ্ঘটিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, রংপুরের পীরগঞ্জে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ, ৬০টি পরিবারের বসতবাড়ি ভাঙচুর করা হয়। হামলার শিকার একজনের বক্তব্য পত্রিকায় এসেছে। তিনি তাদেরকে চিনতে পেরেছেন। পত্রিকায় আরো বলা হয়েছে যে তিনটি গবাদি পশু উদ্ধার করা হয়েছে। যাদের কাছ থেকে গবাদি পশু উদ্ধার করা হয়েছে ও যাদেরকে চেনা গেছে তাদেরকে গ্রেফতার করলেই তো প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়। তা না করে ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করা হচ্ছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘কোনো ঘটনা ঘটলে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দেয়ার পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্য রেখে দায়ী ব্যক্তিদের আড়াল করা হয়। এ ধরনের ভূমিকায় প্রতীয়মান হচ্ছে, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে তা ভিন্ন খাতে প্রবাহিত করে পানি ঘোলা করার অপচেষ্টায় লিপ্ত এবং এ থেকে ফায়দা হাসিলের চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা, চাঁদপুরে গুলি করে চারজনকে হত্যায় দায়ীদের এবং দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাসা-বাড়িতে হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

সকল