১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

‘কয়েকজন মন্ত্রী অলিখিতভাবে জিয়া পরিবার ও বিএনপি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন’

বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। - ছবি : নয়া দিগন্ত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এই সরকারের কয়েকজন মন্ত্রী অলিখিতভাবে জিয়া পরিবার ও বিএনপি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এ সময় তিনি বলেন, সরকার গ্যাস, পানি ও বিদ্যুতের দাম ইচ্ছেমতো বাড়াচ্ছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সার, বীজ, কিটনাশক, ডিজেল ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘এই সরকারের কয়েকজন মন্ত্রী আছে যাদের কোনো কাজ নেই। তারা কয়েকজন অলিখিতভাবে জিয়া পরিবার ও বিএনপি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তারা সকাল বেলা বেগম খালেদা জিয়ার খাতা খোলেন, দুপুর বেলা জিয়াউর রহমানের খাতা খোলেন, বিকেল বেলা তারেক রহমানের খাতা খোলেন। আবার সন্ধ্যার পর বিএনপির অন্য নেতাদের খাতা খোলেন। তার মানে আমাদের যা প্রচার দরকার তারাই করে দিচ্ছে। মিডিয়া কি করলো না করলো তার অপেক্ষায় থাকতে হয় না।’

তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চেয়ে হাসান মাহমুদের অফিসে বিএনপির আলোচনা বেশি হয়। বিএনপির জেলা শাখা কার্যালয়ের চেয়ে আরো বেশি আলোচনা হয় হানিফ সাহেবের অফিসে। আর সবচেয়ে বেশি আলোচনা হয় ওবায়দুল কাদেরের অফিসে।’

আলাল বলেন, ‘আজকে সরকার গ্যাস, পানি ও বিদ্যুতের দাম যখন যা মন চাচ্ছে বাড়াচ্ছে। অপরদিকে দেশের বেকার যুবকরা কাজ পাচ্ছে না। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না।’

বিএনপির এই নেতা বলেন, “এই বছরও ধান, চাল সংরক্ষণের যেই লক্ষ্যমাত্রা সরকারের ছিল তা তারা অর্জন করতে পারেনি। কারণ আওয়ামী লীগের কিছু দলীয় প্রশাসন ব্রোকার হাউজ হিসেবে কাজ করে। এটা আওয়ামী লীগের প্রশাসনিক শাখা। প্রশাসনের সবাই না। প্রশাসনের একটা অংশ আছে ‘প্রশাসন লীগ’।”

‘তাদের কাজ হচ্ছে তারা কৃষকের কাছ থেকে ধান, চাল ক্রয় করে না। তারা ক্রয় করে অটো রাইস মিলের মালিকদের কাছ থেকে। সেখানে প্রতি কেজিতে আওয়ামী লীগকে চার টাকা থেকে পাঁচ টাকা কমিশন দিতে হয়। এটা আমার কথা না। পত্রিকায় এসেছে। সেই কমিশন দেয়ার ভয়ে ও মার খাওয়ার ভয়ে কৃষকরা সরকারি লোকের কাছে যায় না। ডিলারদের কাছে গিয়ে তাদের পণ্য বিক্রি করে দিতে বাধ্য হয়। অত্যাচারটা এভাবে হচ্ছে।’

আলাল বলেন, ‘বাংলাদেশে প্রথম সুদসহ কৃষিঋণ মওকুফ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে প্রথম কৃষকদের সর্বোচ্চ সুবিধা দিয়েছেন তিনি। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ তৎকালীন শিল্প ব্যাংকে কৃষিঋণের ব্যবস্থা করা হয়েছিল। খড়া, বর্ষা ও বন্যার সময় কৃষকদের কৃষিঋণ মওকুফসহ সুদও মওকুফের ব্যবস্থা করা হয়েছিল।’

তিনি বলেন, ‘৯১-৯৬-এর সময় সার আমদানির ক্ষেত্রে সামান্যতম শিথিলতা এসেছিল। এজন্য বিএনপির তৎকালীন শিল্পমন্ত্রী ওয়াজে উদ্দিন সাহেব পদত্যাগ করেছিলেন। বিএনপির জনগণের কাছে দায়বদ্ধতার সেই ইতিহাস আছে। জনগণের কাছে কৈফিয়ত দেয়ার তাগিদ আছে। আওয়ামী লীগের কাছে সেটা নেই। সে কারণেই আজকে কৃষকের টাকা বিদেশে, শ্রমিকের টাকা বিদেশে।’

কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ফজলুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুবদলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর প্রমুখ।


আরো সংবাদ



premium cement
মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে? জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেরিনা তাবাসসুম বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের

সকল