২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

শেখ হাসিনা এখন বিশ্বসভায়ও একজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী : পরিকল্পনামন্ত্রী

শেখ হাসিনা এখন বিশ্বসভায়ও একজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী : পরিকল্পনামন্ত্রী - ছবি : সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান বলেছেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশে নয়, বিশ্বসভায়ও একজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। তার নেতৃত্ব, উন্নয়ন, মানবিকতা সারা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত করতে শেখ হাসিনার বিকল্প নেই।

বুধভার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে এক পথসভায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। এ সময় হাজারো মানুষ ফুল দিয়ে তাকে বরণ করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের যতসব উন্নয়ন হয়েছে সব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আমাদের প্রধানমন্ত্রীর কথা স্মরণ রাখতে হবে। তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে। জনগণের উপকারের জন্য সরকার সকল উন্নয়ন করবে।

তিনি বলেন, ‘আমি কাজের মানুষ, কাজ করতে চাই, আমার কাজই আপনাদের সেবা করা, দেশের সেবা করা। এখন সারাদেশের উন্নয়নের পাশাপাশি সুনামগঞ্জের পুরো জেলায় বিভিন্ন উন্নয়ন হচ্ছে। আরো উন্নয়ন হবে। এক কথায় জনগণের উন্নয়ন হয়, এমন সব কাজ আমরা করব। আপনারা প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখুন।’

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মনসুর আলম সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
জামালপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ ছোট দেশ কাতার অর্থনীতি ও কূটনীতিতে যেভাবে এত এগোল আশুলিয়ায় ছিনতাইকারীর হামলায় আহত নারীর মৃত্যু ‘মুসলিমদের সম্পদ পুনর্বণ্টন’ অভিযোগ মোদির, এফআইআর সিপিএমের প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিখ্যাত চালকবিহীনবিমানের আবিষ্কারক কটিয়াদীতে আসছেন গাজার গণকবরের ‘বিশ্বাসযোগ্য ও স্বাধীন’ তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা পেকুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি

সকল