১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

নিয়ম মেনে সবাইকে করোনার টিকা নিতে হবে : জামায়াত

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের বলেছেন, করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ থেকে রেহাই পেতে সবাইকে মাস্ক পরতে হবে এবং টিকা নিতে হবে।

শনিবার কুমিল্লা জেলা পূর্ব শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় ডা: তাহের বলেন, ‘ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা রাষ্ট্রীয়, সমাজ, পরিবার ও ব্যক্তিজীবনে প্রতিফলনের ঘটিয়ে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে। চলমান করোনা মহামারীর কারণেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ তাদের কর্মসহ আয়-রোজগার হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ধারণ করে আমাদের সকল সামর্থকে কাজে লাগিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।’

ডা: তাহের আরো বলেন, ‘করোনাভাইরাস ক্রমেই ভয়াবহ রূপ লাভ করছে। আল্লাহ রাব্বুল আলামীন মানবজাতিকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন, যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে। কাজেই করোনাভাইরাসের বিস্তৃতিতে আমাদের আল্লাহর দিকে ফিরে আসতে হবে এবং তার নিকট ধরনা দিতে হবে। সেই সাথে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সবসময় নিয়ম মেনে মাস্ক পরে থাকতে হবে এবং সবাইকে করোনার টিকা নিতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে এবং আল্লাহর কাছে এ রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ধরনা দিতে হবে।’

এ সময় ছাত্রশিবিরের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ছাত্রশিবিরের জনশক্তিদের উন্নত ক্যারিয়ার গঠন করে জাতির ক্লান্তিকালে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে।’

কুমিল্লা জেলা পূর্ব শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন শামীমের সভাপতিত্বে জেলা সেক্রেটারি ইব্রাহিম ফয়সালের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ ইয়াছিন আরাফাত। এছাড়া আলোচনা রাখেন শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হাফেজ নুরুজ্জামান, সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি সালমান ফারসি, কুমিল্লা দক্ষিণ জেলা শাখা জামায়াতের আমির খন্দকার দেলোয়ার হোসেন, নায়েবে আমির অ্যাডভোকেট ড. মোহাম্মদ শাহজাহান, জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমান, সাবেক জেলা সভাপতি সাহাব উদ্দীন, বেলাল হোসাইন, ইসরাঈল মজুমদার ও বরুড়া উপজেলা জামায়াতের আমির শাহাদাত হোসেন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement