২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা ফারুক

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা ফারুক - ছবি- সংগৃহীত

করোনাভাইরাস আক্রান্ত হয়ে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কের কোনি আইসল্যান্ড হাসপাতলে ডাক্তারের পরামর্শ নেবেন তিনি। ডাক্তারের পরামর্শ মোতাবেক যদি ভর্তি হতে হয়, হবেন। না হলে প্রতিদিন এসে চিকিৎসা নেবেন।

জানা গেছে, করোনা পরবর্তীতে তিনি উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও ব্যাকবোনের ব্যথাসহ বেশকিছু জটিলতায় ভুগছেন। এজন্য উন্নত চিকিৎসা নিতে বৃহস্পতিবার একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান। দেশ ও দেশের মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বানও জানান বিএনপির এই নেতা।

এর আগে চলতি বছরের ১২ জুন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি হন জয়নাল আবদিন ফারুক। চিকিৎসা শেষে ১ জুলাই করোনা নেগেটিভ হলে বাসায় ফেরেন তিনি। এরপরই তার শরীরের উচ্চ রক্তচাপ ও কিডনি সমস্যা দেখা দেয়।


আরো সংবাদ



premium cement