২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লকডাউনে মানুষ না খেয়ে মারা যাবে : জাপা নেতা হাজী মিলন

লকডাউনে মানুষ না খেয়ে মারা যাবে : জাপা নেতা হাজী মিলন - ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন লকডাউনের সমালোচনা করে বলেছেন, লকডাউন কোনো সমাধান নয়। জনসচেতনতাই আমাদের করোনা থেকে রক্ষা করতে পারে। এর আগেও দুই মাস লাগাতার লকডাউন দেয়া হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ক্ষুদ্র ব্যবসায়ী ও দিন মজুরেরা আগের ক্ষতিই পুষিয়ে উঠতে পারেনি। পুনরায় এ লকডাউনে মানুষ না খেয়ে মারা যাবে।

মঙ্গলবার রাজধানীর পুরান ঢাকার আমলীগোলায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সাইফুদ্দিন মিলন বলেন, মানুষকে বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে। দেশ বাঁচলে মানুষ বাঁচবে। বড় ব্যবসায়ীরাও আর ভর্তুকি দিতে চাচ্ছে না। ইতোমধ্যে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। আবার এ লকডাউনের ফলে অনেকে চাকরি হারাবে। সাধারণ মানুষ অর্থ ও খাদ্য সঙ্কটে ভুগবে। আর তখনই জীবনের তাগিদে বেড়ে যাবে অপরাধ।

তিনি বলেন, বিভিন্ন সূত্রে দেখা গেছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ খুব কমই করোনায় আক্রান্ত হচ্ছে। বয়োজ্যেষ্ঠ ও যাদের শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তারাই করোনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশের ৭০ ভাগ মানুষ দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। করোনা প্রতিরোধের নামে এ লকডাউন দিয়ে এই অসহায় মানুষগুলোকে আমরা নিঃস্ব করতে পারি না।


আরো সংবাদ



premium cement