১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া - ফাইল ছবি

দ্রুত সুস্থতার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী।

সোমবার বিকেলে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় বেগম জিয়ার সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান।

এসময় অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, ‘ম্যাডাম ভালো আছেন, স্পিরিটেড আছেন। উনি সবার কাছে দোয়া চেয়েছেন। উনি বলেছেন, সবাই যেন উনার জন্য দোয়া করেন। সবাই যেন সাবধানে থাকে, স্বাস্থ্যবিধি মেনে চলে।’

এসময় তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসক টিমের এই বৈঠকে অনলাইনেও আরো কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এছাড়া লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা: জোবাইদা রহমানও ইন্টারনেটে যুক্ত থেকে বৈঠকে অংশ নেন।

এফ এম সিদ্দিকী আরো জানান, শুধু নিজের নয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসভবন ফিরোজায় করোনায় আক্রান্ত আরো আটজনের চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন।

এসময় এই চিকিৎসক বলেন, ‘ম্যাডাম শুধু নিজেরই না, উনি ওরা (কোভিড আক্রান্তরা) ওষুধ খাচ্ছে কিনা সেটাও উনি তদারকি করছেন। আজকে আমি উনাকে দেখে চলে এসেছি। উনি দোতলায়। উনি লাস্টে খবর পাঠিয়েছেন যে- আমার আরো দুজনকে আপনি একটু দেখে যান। আমি উনার রিকুয়েস্টে তাদেরকেও দেখে এসেছি। এভাবে উনি নিজেরও চিকিৎসা করছেন, অন্যরা ঠিকমতো ওষুধ খাচ্ছেন কিনা সেটাও দেখছেন।’

আক্রান্ত অন্যরা কেমন আছেন জানতে চাইলে ডা: এফ এম সিদ্দিকী জানান, ‘যারা কোভিড পজিটিভ তাদের প্রত্যেককে চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু ভালো দিক হচ্ছে বেশিরভাগই সিমটেমেটিক। প্রথম দিকে ১/২ জনের জ্বর ছিল। ওদের এখন জ্বর নাই, সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। সবাইকে চিকিৎসা করা হচ্ছে।’

উল্লেখ্য, গত শনিবার খালেদা জিয়া নমুনা পরীক্ষা শেষে রোববার তার করোনা পজেটিভ শনাক্ত হয়। মেডিসিনের বিশেষ চিকিৎসক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসক টিম বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা শুরু করেন।

ফিরোজায় বিএনপি চেয়ারপারসন ছাড়াও আরো আটজন করোনায় আক্রান্ত হয়েছে। তারাও বাসায় চিকিৎসা নিচ্ছেন।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল