১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল - ছবি : নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারি হেফাজতে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম শাখা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শঙ্কর এলাকা থেকে শুরু করে মশাল মিছিলটি ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মশাল মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মহানগর পশ্চিমের সভাপতি জুয়েলসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেয়।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, লেখক মুশতাককে যে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে কার্টুনিস্ট কিশোরের বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে কীভাবে কাটুনিস্ট কিশোর ও মুশতাকের ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু নির্যাতন-নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। তাদের পতন ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এ সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে।


আরো সংবাদ



premium cement