২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

জামায়াতে ইসলামীর শোক

জামায়াতে ইসলামীর শোক - ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখার সদস্য (রুকন) কুমিল্লাবারের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল্লাহর ছোট ভাই সমাজসেবক ফসিউল্লাহ মঙ্গলবার রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে কুমিল্লা মহানগরীর প্রাণ কেন্দ্রের একটি মসজিদে জানাজা শেষে তাকে মুরাদনগর পীর কাশিমপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ফসিউল্লাহর ইন্তেকালে ডা: শফিকুর রহমানের শোকবাণী

সমাজসেবক ফসিউল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বুধবার এক শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, ‘সমাজসেবক ফসিউল্লাহর ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি সংগঠনের সকল কাজ যথাযথভাবে আঞ্জাম দেয়ার চেষ্টা করতেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন।’

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখার আমীর কাজী দ্বীন মুহাম্মাদ ও সেক্রেটারি এমদাদুল হক মামুন গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ফসিউল্লাহ ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি সর্বাবস্থায় আন্দোলনের কাজকে অগ্রাধিকার দিতেন। আমরা তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী শাখার প্রবীণ সদস্য (রুকন) মো: গিয়াস উদ্দিন মঙ্গলবার রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বাঘমারা রোডের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছেন। বুধবার বাদ জোহর ময়মনসিংহ জামিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে বাটিকাশর কবরস্থানে দাফন করা হয়েছে।

মো: গিয়াস উদ্দিনের ইন্তেকালে ডা: শফিকুর রহমানের শোকবাণী

মো: গিয়াস উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বুধবার এক শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, মো: গিয়াস উদ্দিনের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি সংগঠনের সকল কাজ যথাযথভাবে আঞ্জাম দেয়ার চেষ্টা করতেন।

শোকবাণীতে তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তার অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ রাব্বুল আলামীন তার একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন।’

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী শাখার আমীর কামরুল আহসান এমরুল ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার গভীর শোক প্রকাশ করে বলেন, ‘মো: গিয়াস উদ্দিন ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং তিনি সর্বাবস্থায় আন্দোলনের কাজকে অগ্রাধিকার দিতেন। আমরা তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’ মিলান ডার্বি জিতে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

সকল