২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সুপ্রিম কোর্ট বার নির্বাচন : বিএনপি প্যানেলের পক্ষে ভোট চেয়ে আইনজীবীদের র‌্যালি

সুপ্রিম কোর্ট বার নির্বাচন : বিএনপি প্যানেলের পক্ষে ভোট চেয়ে আইনজীবীদের র‌্যালি - ছবি : নয়া দিগন্ত

আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রর্থীদের পক্ষে ভোট চেয়ে র‌্যালি করেছে করেছেন আইনজীবীরা।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার ভবনে প্রায় তিন শতাধিক আইনজীবী বিএনপি সমর্থিত প্যানেলের পক্ষে র‌্যালি বের করেন। র‌্যালিটি সুপ্রিম কোর্ট বার ভবন প্রদক্ষিণ করার সময় আইনজীবী হলরুম এবং আইনজীবীদের চেম্বারে গিয়ে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোট চান।

এতে অংশ নেন বিএনপি সমর্থকদের প্যানেলে সভাপতি প্রার্থী ফজলুর রহমান, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী নিতায় রায় চৌধুরী, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী আবেদ রাজা, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী মো: আক্তারুজ্জামান, মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, ব্যারিস্টার ফাইয়াজ জিবরান মঈন, গোলাম আক্তার জাকির, অ্যাডভোকেট সুজা, মাকসুদ উল্লাহ, কে আর খান পাঠান, অ্যাডভোকেট সাগর প্রমুখ।

প্রতিবছরের মতো এবারো সমিতির কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সরকার সমর্থিত আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থক আইনজীবীরা ইতোমধেই মনোনায়নপত্র জমা দিয়েছে।

বিএনপি সমর্থকদের প্যানেলে সভাপতি পদে ফজলুর রহমানকে এবং সম্পাদক পদে সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সরকারপন্থীদের প্যানেলে সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরু সভাপতি পদে এবং আইনজীবী আব্দুল আলীম মিয়া জুয়েল সম্পাদক পদে নির্বাচন করছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন। অন্যদিকে, সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

২০২০-২১ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে জয় পেয়েছিলেন সরকার সমর্থক আইনজীবীরা। অপরদিকে, সম্পাদকসহ ৮টি পদে বিএনপি সমর্থক আইনজীবীরা জয় পেয়েছলেন।


আরো সংবাদ



premium cement