১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চসিক নির্বাচনে ৫৪ কাউন্সিলরের ৫৩ জন আওয়ামী লীগের

চসিক নির্বাচনে ৫৪ কাউন্সিলরের ৫৩ জন আওয়ামী লীগের - ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত ৫৪ টি কাউন্সিলর পদের ৫৩ টিতেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিএনপি বা অন্য কোনো দলের কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেন নি। সংরক্ষিত মহিলা আসনে একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

জানা যায়, সাধারণ কাউন্সিলর পদে ১৭১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩১ নং আলকরণ ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী এই নির্বাচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। অবশিষ্ট ৪০ ওয়ার্ডের ৩২ টিতে আওয়ামী লীগ মনোনীত এবং ৭ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন। পূর্ব বাকলিয়া ১৮ নং ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ১৪ আসনের ১৩ টিতে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী। একটিতে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরা হলেন, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগের গাজী শফিউল আজিম জালালাবাদ ওয়ার্ডে বিদ্রোহী সাহেদ ইকবাল বাবু, পাঁচলাইশ ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম, চান্দগাঁও ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী এসারুল হক, মোহরা ওয়ার্ডে আওয়ামী লীগের কাজী নুরুল আমিন মামুন, পূর্ব ষোলশহর ওয়ার্ডে আওয়ামী লীগের এম আশরাফুল আলম, পশ্চিম ষোলশহর ওয়ার্ডে আওয়ামী লীগের মোবারক আলী, শুলকবহর ওয়ার্ডে আওয়ামী লীগের মোরশেদ আলম, পাহাড়তলী ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী জহুরুল আলম জসিম, উত্তর কাট্টলী ওয়ার্ডে আওয়ামী লীগের ড. নিছার উদ্দিন আহমেদ, দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে আওয়ামী লীগের মো. ইসমাইল, সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগের নুরুল আমিন, পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগের ওয়াসিম উদ্দিন চৌধুরী, লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের আবুল হাসনাত বেলাল, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে আওয়ামী লীগের গিয়াস উদ্দীন, চকবাজার ওয়ার্ডে আওয়ামী লীগের সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগের মোহাম্মদ শহিদুল আলম, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগের নুরুল আলম, দেওয়ানবাজার ওয়ার্ডে আওয়ামী লীগের চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জামালখান ওয়ার্ডে আওয়ামী লীগের শৈবাল দাশ সুমন, এনায়েত বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের সলিম উল্লাহ বাচ্চু, উত্তর পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের মোহাম্মদ জাবেদ, উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে আওয়ামী লীগের নাজমুল হক ডিউক, রামপুরা ওয়ার্ডেধা ওয়ামী লীগ সমর্থিত আব্দুস সবুর লিটন, উত্তর হালিশহর ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইলিয়াস দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে শেখ জাফরুল হায়দার চৌধুরী, পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের নজরুল ইসলাম বাহাদুর, পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ জোবায়ের, পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে আওয়ামী লীগের আতাউল্লাহ চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগের জহর লাল হাজারী, ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদ বিপ্লব, পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগের পুলক খাস্তগীর, বক্সিরহাট ওয়ার্ডে আওয়ামী লীগের হাজী নুরুল হক, গোসাইলডাঙ্গা ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী মোর্শেদ আলী, মুনিরনগর ওয়ার্ডে আওয়ামী লীগের আবদুল মান্নান, দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের গোলাম চৌধুরী, দক্ষিণ হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত জিয়াউল হক সুমন, উত্তর পতেঙ্গা ওয়ার্ডে আওয়ামী লীগের আবদুল বারেক, দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে আওয়ামী লীগের ছালেহ আহম্মেদ চৌধুরী।

সংরক্ষিত মহিলা ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন, ১ নম্বর ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী ফেরদৌস বেগম মুন্নী, ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের জোবাইরা নার্গিস খান, ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের জেসমিন পারভীন জেসী, ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের তছলিমা বেগম নুরজাহান, ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আঞ্জুমান আরা বেগম, ৬ নম্বর ওয়ার্ডে, আওয়ামী লীগের শাহীন আকতার রোজী,৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের রুমকি সেনগুপ্ত, ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নীলু নাগ, ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের জাহেদা বেগম পপি, ১০ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী রাধা রাণী দেবী, ১১ নম্বর ওয়ার্ডে, আওয়ামী লীগের ফেরদৌসি আকবর, ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আফরোজা জহুর, ১৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের লুৎফুন্নেছা দোভাষ বেবী, ১৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের শাহানুর বেগম।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement