২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সিইসি সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানে সমাহিত করেছে : রিজভী

সিইসি সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানে সমাহিত করেছে : রিজভী - ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের দেশের বুদ্ধিজীবীরা সিইসির অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেছিলেন। সিইসিকে ‘দুর্নীতিবাজ’ এবং ‘গণতন্ত্রকে ধ্বংসকারী’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। এই লোকটি সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানের মধ্যে সমাহিত করেছেন। কিন্তু কোনভাবেই উনি সরে যেতে চান না। সরকারো মনে করে, এত বড় তাবেদার এত বড় গোলাম তো আর পাওয়া যাবে না।’

মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো মৃত্যুবার্ষিকী এবং নিউমার্কেট থানা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান বাপ্পির দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ মুখপাত্র বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, চট্টগ্রামের নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন, আশঙ্কা প্রকাশ করছেন। সেখানে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এ নিয়ে। চট্টগ্রামে নির্বাচনকালীন ৬৯ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কেন তাদের গ্রেফতার করা হলো?
আমাদের প্রার্থী ডাক্তার শাহাদাত নিজে বিবৃতি দিয়েছেন। কই, আওয়ামী লীগের কাউকে তো গ্রেফতার করা হয়নি? আওয়ামী লীগের কারো বিরুদ্ধে তো মামলা দেয়া হয়নি? চট্টগ্রামে এক হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।’

বিএনপির এ শীর্ষনেতা বলেন, ‘এই সরকার যতদিন থাকবে নির্বাচন এমনই হবে। নির্বাচন কমিশন ওটা তো ফালতু কমিশন। সরকারের চাকর-বাকর দিয়ে নির্বাচন হবে না, শেখ হাসিনার পতন করতে হবে। আর এই পতনের প্রেরণা হবে বাপ্পিরা, কারণ ওদের জীবন দিয়ে ওরা গণতন্ত্রের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছে। সেই পতাকাকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।’

সিইসি কে এম নূরুল হুদা ‘লুটপাটে ব্যস্ত’ বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘আপনি নিজের আত্মা বিক্রি করেছেন। সরকারের পা চাটছেন জিভ দিয়ে। আপনার লজ্জা করে না?’ ‘আপনি নাকি আমলা ছিলেন, ডিসি ছিলেন? এত বড় ক্রীতদাস? ক্রীতদাসরাও তো মাঝে মাঝে মালিকের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বিদ্রোহ করেন। আপনার মত এ ধরনের ক্রীতদাস আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনার কমিশনার আশঙ্কা প্রকাশ করছেন, অথচ আপনি নির্ভীক। কীসের জন্য নির্ভীক?’

রিজভী বলেন, ‘উনার (নূরুল হুদার) তো সুষ্ঠু ভোটের দরকার নাই, কিছু লোককে প্রশিক্ষণ দেবে এজন্য উনার টাকা বরাদ্দ দরকার। ইভিএম মেশিন একটা জালিয়াতির মেশিন। সেই মেশিন কিনতে হবে, এজন্য উনার টাকা দরকার। আর সেই টাকা লোপাট করবেন তিনি এবং তার কমিশনে অন্যান্য যারা আছেন তারা। এই লুটপাট নিয়েই ব্যস্ত তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যস্ত নন।’

ছাত্রদল নেতা বাপ্পির স্মৃতিচারণ করে রিজভী বলেন, ‘বাপ্পির বোনের চোখের অশ্রু ঝরছে কিন্তু বাপ্পির এই আর্তনাদ এদেশের কোটি মানুষের হৃদয়ের মধ্যে যে অশ্রু ঝরছে সেই অশ্রু হয়তো দেখা যাচ্ছে না। কিন্তু সেই অশ্রু ঝরছে অবিরত। বাপ্পি এখন বাপ্পি নয়, বাপ্পি এখন ‘গণতন্ত্রের পতাকা’। ওই পতাকাকে সামনে রেখেই শেখ হাসিনার সিংহাসনকে ধুলোয় লুটাতে হবে, এটাই হবে আপনাদের অঙ্গীকার।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আজকে বন্দি কেন? কী অপরাধ তার? পদ্মাসেতু লোপাট করেননি, এটা কি তাঁর অপরাধ? পদ্মা সেতুর মতো কোনও বড় প্রজেক্টের টাকা তিনি লোপাট করেননি এটা কি অপরাধ তাঁর? যে অভিযোগ তার বিরুদ্ধে দেয়া হয়েছে সেই টাকা ব্যাংকে রয়েছে, সেই টাকা ফুলে-ফেঁপে ২ কোটি থেকে ৮ কোটি টাকা হয়েছে, এটা কি অপরাধ তার? না, বেগম জিয়ার অপরাধ একটাই, উনি গণতন্ত্রের পক্ষে কথা বলেন, আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন-দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন, এটাই তার বড় অপরাধ। এ কারণেই তিনি আজকে বন্দি, এ কারণেই দেশনায়ক তারেক রহমান আজকে দেশের বাইরে।’

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুর রহমান এনামের সভাপতিত্বে দোয়া মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবন ও সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের জন্য ব্রিটেনের ৬২ কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা ব্যাংককের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ  ‘কাম না করলে তো ভাত জুটবো না, তাই রোইদের মধ্যেই কাম করি’ গাজা ইস্যুতে ইউরোপের নীতির সমালোচনায় অ্যামনেস্টি রানা প্লাজা ধসের ১১ বছর গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ : নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৩৩ জন গ্রেফতার বিপজ্জনক মাত্রার অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন ভারতীয় ৩ সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সাবেক শিবির নেতা সুমনের পিতার মৃত্যুতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শোক

সকল