২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পৌরসভা মেয়র পদে ২৩ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

পৌরসভা মেয়র পদে ২৩ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি - ছবি - সংগৃহীত

আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২৩ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিব স্বাক্ষরিত দলীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় মনোনয়ন পাওয়া নেতারা। প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু।

প্রথম ধাপে ২৫টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১১ ডিসেম্বর। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন যারা- পঞ্চগড় জেলার পঞ্চগড় সদরে তৌহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে রেজাউল করিম (রাজা), দিনাজপুর জেলার ফুলবাড়ীতে শাহাদাৎ আলী, রংপুর জেলার বদরগঞ্জে ফিরোজ শাহ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদরে শফিকুল ইসলাম, রাজশাহী জেলার পুঠিয়ায় আল মামুন, রাজশাহী জেলার কাটাখালীতে সিরাজুল হক, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে মাহমুদুল হাসান, কুষ্টিয়া জেলার খোকসায় রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদরে সিরাজুল ইসলাম (মনি), খুলনা জেলার চালনায় আবুল খায়ের খান, বরগুনা জেলার বেতাগীতে হুমায়ুন কবির, পটুয়াখালী জেলার কুয়াকাটায় আবদুল আজিজ, বরিশাল জেলার উজিরপুরে শহিদুল ইসলাম খান, বরিশাল জেলার বাকেরগঞ্জে এসএম মনিরুজ্জামান, ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে শাহ আব্দুল্লাহ আল-মামুন, নেত্রকোনা জেলার মদনে মো. এনামুল হক, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদরে আতাউর রহমান আতা, গাজীপুর জেলার শ্রীপুরে শহিদুল্লাহ্ শহিদ, সুনামগঞ্জ জেলার দিরাইয়ে ইকবাল হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলার বড়লেখায় আনোয়ারুল ইসলাম, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে আবুল মুনছুর।

এছাড়া পাবনার চাটমোহর ও ঢাকার ধামরাই পৌরসভার মেয়র পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল