২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দলীয় নেতা গ্রেফতারে জামায়াতের নিন্দা

দলীয় নেতা গ্রেফতারে জামায়াতের নিন্দা - সৃংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার সাবেক আমীর ডা. আব্দুর রহিমকে মিথ্যা মামলায় গ্রেফতারে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার দলের প্রচার বিভাগের এম. আলম গণমাধ্যমে একটি বিবৃতি প্রদন করেন।

বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল বলেন, ডা. আব্দুর রহিম রোববার দুটি ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলায় জামিন নিতে গাইবান্ধার একটি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। আইনত জামিন পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও তাকে জামিন না দেওয়ায় আমরা বিস্মিত।

তিনি বলেন, মূলত রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই সরকার তার বিরুদ্ধে এ সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা সরকারের এ মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবিলম্বে ডা. আব্দুর রহিমসহ সারা দেশে গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের সকল নেতাকর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement