২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অধ্যাপক ডা. মুহাম্মাদ তাহিরের ইন্তেকালে জামায়াতের শোক

অধ্যাপক ডা. মুহাম্মাদ তাহিরের ইন্তেকালে জামায়াতের শোক - সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. মুহাম্মাদ তাহির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সোমবার সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শোকবাণীতে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. মুহাম্মাদ তাহির ছিলেন একজন খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার ইন্তেকালে জাতি একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসককে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি ও তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন। সোমবার রাতে সিলেট জেলার কানাইঘাট উপজেলাস্থ তার নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রেস বিজ্ঞাপ্তি


আরো সংবাদ



premium cement