১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

 ‘নয়া দিগন্তের ১৭তম বছরে পদার্পণ গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ছবি - সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের এই কঠিন সময়ে, বলা যায় সবচেয়ে দুঃসময়ে নয়াদিগন্ত ১৬ বছর পার করে ১৭ বছরে পড়ছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা আশার কথা। এই দুঃসময়ে যখন মত প্রকাশের স্বাধীনতাকে পুরোপুরিভাবে হরণ করা হয়েছে, যারা সাংবাদিকতা করছেন তাদের জীবন-জীবিকা নির্বাহ অনিশ্চিত হয়ে পড়েছে, যখন রাজনৈতিক নেতারা তাদের মতামত প্রকাশের কোনো স্বাধীনতা পাচ্ছেন না, যখন সাংবাদিক নেতাদের শুধুমাত্র কথা বলার কারণে অথবা অকারণে গ্রেফতার করা হচ্ছে, তখন নয়া দিগন্ত অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ১৬ বছর অতিক্রম করে ১৭ বছরে পদার্পণ করেছে। এটা নিঃসন্দেহে আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা যারা ভোটের অধিকারের জন্য লড়াই করেছি তাদের জন্য অনুপ্রেরণা।

রোববার (২৫ অক্টোবর) নয়া দিগন্তের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নয়া দিগন্তের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন। উপস্থিত ছিলেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের বোর্ড চেয়ারম্যান সাবেক সচিব শাহ আবদুল হান্নান, প্রকাশক শামসুল হুদা এফসিএ, ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন মুহাম্মদ বাবর, নির্বাহী পরিচালক আবদুস সাদেক ভূঁইয়া, ডেপুটি এডিটর মাসুমুর রহমান খলিলী প্রমুখ। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার সাংবাদিক পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানান। এক শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও সত্য প্রকাশে পত্রিকাটি আরো দায়িত্বশীল ভূমিকা রাখবে। তিনি নয়া দিগন্তের সমৃদ্ধি কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও এমসি কমিটির চেয়ারম্যান কাজী হারুন অর রশীদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও পত্রিকাটির অন্যতম উদ্যোক্তা পরিচালক শিব্বির মাহমুদ ভার্চুয়াল বক্তব্য রাখেন। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান,এনডিপির চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার গোলাম মোর্তুজা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মঞ্জুর হোসেন ঈসা, এনএপির ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, মোহাম্মদ কাজল ভূঁইয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম শেকুল, নয়ন আল আমীন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিগন্ত মিডিয়া কর্পোরেশনের বোর্ড চেয়ারম্যানসহ আমন্ত্রিত অতিথিরা কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর।

নয়া দিগন্তের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন। উপস্থিত ছিলেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের বোর্ড চেয়ারম্যান সাবেক সচিব শাহ আবদুল হান্নান, প্রকাশক শামসুল হুদা এফসিএ, ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন মুহাম্মদ বাবর, নির্বাহী পরিচালক আবদুস সাদেক ভূঁইয়া, ডেপুটি এডিটর মাসুমুর রহমান খলিলী প্রমুখ। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার সাংবাদিক পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানান। এক শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও সত্য প্রকাশে পত্রিকাটি আরো দায়িত্বশীল ভূমিকা রাখবে। তিনি নয়া দিগন্তের সমৃদ্ধি কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও এমসি কমিটির চেয়ারম্যান কাজী হারুন অর রশীদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও পত্রিকাটির অন্যতম উদ্যোক্তা পরিচালক শিব্বির মাহমুদ ভার্চুয়াল বক্তব্য রাখেন। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান,এনডিপির চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার গোলাম মোর্তুজা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মঞ্জুর হোসেন ঈসা, এনএপির ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, মোহাম্মদ কাজল ভূঁইয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম শেকুল, নয়ন আল আমীন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিগন্ত মিডিয়া কর্পোরেশনের বোর্ড চেয়ারম্যানসহ আমন্ত্রিত অতিথিরা কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর।

মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত দুঃসময় অতিক্রম করছি এবং এমন একটি লড়াই করছি যে লড়াইটি হচ্ছে অসম লড়াই। অর্থাৎ আজকের শাসকগোষ্ঠী পুরোপুরি শোষকে পরিণত হয়েছে এবং সমগ্র বিশ্ব একটি নষ্ট সময় অতিক্রম করছে। আমি এটাকে নষ্ট সময় বলি এ কারণে যাদের গণতন্ত্র রক্ষা করার কথা, যাদের মানুষের অধিকার রক্ষা করার কথা যারা কিছুদিন আগেও এ বিষয়েগুলোতে সোচ্চার ছিলেন তারা এখন এগুলো হরণ করছে।

তিনি আরো বলেন, আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই নয়া দিগন্তের পরিচালকমণ্ডলী, সম্পাদকমণ্ডলী, অত্যন্ত পরিশ্রমী সাংবাদিকবৃন্দ ও পাঠকদের। আমি আপনাদের আমাদের দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, আজকে এখানে ভার্চুয়াল আলোচনায় সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শাহ আব্দুল হান্নান সাহেব এবং উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক বন্ধুরা। তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি নয়াদিগন্তকে বলতে চাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন গৃহবন্দি আছেন। তিনি নিয়মিত আপনাদের পত্রিকা পড়েন এবং আমাকে জানিয়েছেন আপনাদের যেন আমি তার শুভেচ্ছা জানাই।


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান

সকল