২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢাকা-১৮ উপ-নির্বাচন আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ : আমান

বক্তব্য রাখছেন আমানউল্লাহ আমান - ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ঢাকা-১৮ সংসদীয় আসনে উপ-নির্বাচন আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জেনেই আমরা মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করবো।

তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ভোটের অধিকার রক্ষার এই লড়াই এখান থেকে নতুন করে শুরু হবে।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর ও সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দের সাথে আজ মঙ্গলবার সকালে উত্তরাস্থ প্রার্থীর বাসভবনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আমান আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো ভ্যানগার্ডের দায়িত্ব পালন করে নাগরিকদের ভোটের অধিকার রক্ষায় পাহারায় থাকতে হবে। কোনো কিছুই আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবো না ইনশাআল্লাহ।

উক্ত সভায় ঢাকা-১৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল হক মিলনের পরিচালনায় এই সভায় আরো বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আব্দুস সালাম, ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবু, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সাবেক ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান জুয়েল, উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জুয়েল, উত্তরের সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন সৈকত, পশ্চিমের সিনিয়র সহ-সভাপতি রাজীব আহমেদ, উত্তরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান

সকল