১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ছাত্রলীগ

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ছাত্রলীগ - ছবি : সংগৃহীত

সারাদেশে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা অবিলম্বে গ্রেপ্তার ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘ধর্ষকদের কোনো দল নেই, তারা ধর্ষক। ছাত্রলীগ সব সময়ই ধর্ষকদের বিরুদ্ধে। ছাত্রলীগ কোনো ধর্ষকদের দায় নেবে না।’

ছাত্র অধিকার পরিষদের নেতা হাসান আল মামুন ও তার অনুসারীদের বিরুদ্ধে সাম্প্রতিক ধর্ষণের অভিযোগের কথা উল্লেখ করে জয় বলেন, ‘আমাদের একজন সহপাঠী শিক্ষার্থীকে যখন বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত ধর্ষণকারীরা রাস্তায় ঘোরাঘুরি করে তখন আমরা লজ্জা বোধ করি। নূর ও তার সহযোগীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।’

এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আশা করি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ জাতীয় জঘন্য অপরাধে জড়িত কাউকে ছাড় দেবে না।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিলেটের এমসি কলেজের ঘটনায় ধর্ষকদের শাস্তি, সাভার, খাগড়াছড়ি এবং ঢাবির এক শিক্ষার্থীকে ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে ডাকসুর সদ্য সাবেক ভিপি নূরসহ কয়েকজনের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

ছাত্রলীগের ঢাবির শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হুসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
অবন্তিকার অভিযোগ কে কে অবহেলা করেছে, তদন্ত করা হবে : জবি ভিসি গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদি ও মিসর যাবেন ব্লিঙ্কেন গাজায় ‘শতভাগ’ মানুষ ‘তীব্র খাদ্য সঙ্কটে’ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাভালনির মৃত্যু : ৩০ রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউ’র জীবাশ্ম জ্বালানির তহবিল বন্ধ করল কেমব্রিজ বিশ্ববিদ্যালয় নাভালনির মৃত্যু : ৩০ রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউর সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে হাইকোর্টের নির্দেশ গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যে মিসর ও সৌদি আরব যাচ্ছেন ব্লিঙ্কেন আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি : মেজর অব. হাফিজ জাতিসঙ্ঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশে বাধা ইসরাইলের মিয়ানমারে বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবরে ‘শঙ্কিত’ জাতিসঙ্ঘ প্রধান

সকল