২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জেলা ও ক্লাব নিয়ে তাবিথের পরিকল্পনা

জেলা ও ক্লাব নিয়ে তাবিথের পরিকল্পনা -

বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল শুধু ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যানই ছিলেন না । ছিলেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানও। টেকনিক্যাল কমিটির অধীনে বেশ কিছু কাজ হয়েছে।

সারাদেশের ফুটবল অ্যাকাডেমিগুলো এখন বাফুফের তদারকিতে। প্রচুর কোচিং কোর্স হয়েছে, যা জন্ম দিয়েছে অসংখ্য লাইসেন্সধারী কোচ। আবারও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বাফুফের সহসভাপতি পদে নির্বাচন করছেন তাবিথ আউয়াল।

এই নির্বাচনকে ঘিরে ফুটবল উন্নয়নে আরো কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন সাবেক এই ফুটবলার। আর তা হলো, প্রতি জেলায় অন্ত:ত ৫০ জন করে লাইসেন্সধারী কোচ তৈরী করা। বাংলাদেশের কয়েকজন ফুটবলারকে অন্য দেশের লিগে খেলায় ব্যবস্থা করে দেয়া এবং ক্লাবগুলোকে ডিজিটাল মিডিয়াতে ব্যাপকহারে সম্পৃক্ত করা। এতে এক দিকে ক্লাবগুলো যেমন তাদের প্রচারণা চালাতে পারবে এই ডিজিটাল মিডিয়াতে, সেইসাথে তাদের তহবিলে যোগ হবে অর্থ।

উল্লেখ্য, সর্বশেষ দুই বছর আগে বাংলাদেশের গোলরক্ষক নুরুল করিম নেপাল লিগে খেলেছিলেন। আরো আগে করিম ও স্ট্রাইকার আসিফ নেপাল লিগে খেলেন। মামুনুল ভারতের আইসিএলের দল অ্যাথলেটিকো ডি কোলকাতায় খেলতে গেলেও তাকে খেলোয়াড় তালিকাকেই রাখেনি।

১৫/২০ বছর আগে বাংলাদেশি ফুটবলারদের নিয়মিত উপস্থিতি ছিল কোলকাতার লিগে। এখন কোলকাতার ক্লাবগুলো ডাকে না কোনো বাংলাদেশি ফুটবলারকে। অবশ্য ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়াকে পেতে চেয়েছিল হায়দ্রবাদের একটি ক্লাব।

তাবিথরা ন্যাশনাল টিমস কমিটিতে আসার পর জাতীয় দল একটা সিস্টেমে এসেছে। প্রয়োজনে বাফুফেকে টাকা দিয়েছেন। অতীতে অর্থ সঙ্কটে জাতীয় দলের বিদেশের মাঠে খেলা অনিশ্চিত হয়ে যেত। ১৯৯৮ সালের ব্যাংকক এশিয়াডে যায়নি ফুটবল দল। তবে বর্তমান ন্যাশনাল টিমস কমিটি জাতীয় দলকে নিয়মিত শুধু দেশের বাইরেই পাঠায়নি, বরং বিদেশের মাটিতে জাতীয় দলের অনুশীলনের ব্যবস্থাও করেছে।


আরো সংবাদ



premium cement
লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির

সকল