২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রাজনী‌তি এখন লাভজনক ব‌্যবসায় প‌রিনত হয়েছে : ডাঃ ইরান

-

খাই খাই রাজনী‌তি ও দুর্নী‌তিবাজ নেতৃত্ব বর্জন করার আহবান জা‌নি‌য়ে বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম‌্যান ডাঃ মোস্তা‌ফিজুর রহমান ইরান ব‌লেছেন, দুর্নী‌তি এখন রা‌ষ্ট্রীয় মুলনী‌তি‌তে প‌রিনত হ‌য়ে‌ছে। যে কোনো মূ‌ল্যে অর্থ সম্পদ, গাড়ি বাড়ি অর্জনের অসুস্থ‌ প্রতি‌যোগীতার কার‌ণে রাজনী‌তি এখন জড়াগ্রস্থ হ‌য়ে প‌ড়ে‌ছে। পুঁজিপ‌তি ও কা‌লোটাকার মা‌লিকরা রাজনী‌তি‌তে অনুপ্রবেশ ক‌রে রাজনী‌তি‌কে কলু‌ষিত ক‌রে‌ছে। রাজনী‌তি এখন প‌রিনত হ‌য়ে‌ছে লাভজনক ব‌্যবসায়। তাই আমলা কামলা পুঁজিপ‌তিরা শিল্প কল-কারখানা তৈরি না ক‌রে এম‌পি মন্ত্রী মেয়র ‌চেয়ারম‌্যানসহ জনপ্রতি‌নি‌ধি হতে বি‌নি‌য়োগ কর‌ছে।

শ‌নিবার দুপু‌রে ‌বৃহত্তর নোয়াখালী জেলা লেবার পা‌র্টির উদ্যোগে ম‌হিপাল আঞ্চ‌লিক কার্যাল‌য়ে সাংগঠ‌নিক মাস উপল‌ক্ষে আ‌য়ো‌জিত কর্মী সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে এ কথা ব‌লেন।

ইরান ব‌লেন, অসাধু ও দুর্নীতিবাজ রাজনী‌তি‌বিদরা জনগ‌ণের সা‌থে বার বার ভো‌টের না‌মে প্রতারণা ক‌রে ভোটা‌ধিকার হরণ ক‌রে‌ছে। জনগণ সন্ত্রাস দুর্নী‌তি লুটপা‌টের কার‌ণে ক্রমশঃ রাজনী‌তি ও রাজনী‌বিদ‌দের ওপর থে‌কে মুখ ফি‌রি‌য়ে নি‌চ্ছে। গনতন্ত্র ও মানবা‌ধিকার বিপন্ন হওয়ার কার‌ণে আই‌নের শাসন বিলু‌প্তি প‌থে। এভা‌বে বাংলাদেশ চল‌তে থাক‌লে ব‌্যর্থ ও অকার্যকর রা‌ষ্ট্রে প‌রিনত হ‌বে। তাই শোষণমুক্ত ইনসাফ ভি‌ত্তিক জনকল‌্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় লেবার পা‌র্টিকে তৃর্নমুল পর্যা‌য়ে শ‌ক্তিশালী কর‌তে হ‌বে।

নোয়াখালী জেলা সহ-সভাপ‌তি হা‌কিম এইচ এম হেলা‌লের সভাপ‌তি‌ত্বে সভায় বি‌শেষ অতিথি ছি‌লেন লেবার পা‌র্টির সি‌নিয়র ভাইস চেয়ারম‌্যান ইঞ্জিনিয়ার ফ‌রিদ উদ্দিন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম‌্যান ও নোয়াখালী জেলা সভাপ‌তি জহুরুল হক জ‌হির, ফেনী জেলা সভাপ‌তি আবদুল আলী বাহ‌ার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক না‌সির আহ‌মেদ, সাংগঠ‌নিক সম্পাদক আ‌রিফুল ইসলাম, সদর উপ‌জেলা সভাপ‌তি ওসমান গ‌নি, ছাত্রমিশন নেতা মোস্তা‌ফিজুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায়

সকল