১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইল কর্তৃক ইব্রাহিম (আ:) মসজিদ বন্ধ করায় জামায়াতের নিন্দা

ইসরাইল কর্তৃক ইব্রাহিম (আ:) মসজিদ বন্ধ করায় জামায়াতের নিন্দা -

দখলদার ইসরাইল কর্তৃক ইব্রাহিম (আ:) মসজিদ বন্ধ করে দেয়ার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ২৪ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “দখলদার ইসরাইল সম্প্রতি একটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনকে কেন্দ্র করে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত হযরত ইব্রাহিম (আ:) মসজিদটি বন্ধ করে দিয়েছে। মসজিদটিতে নামাজ আদায় বন্ধ রয়েছে। মসজিদটি মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ ও সম্মানিত। এই মসজিদের পাশে হযরত ইব্রাহিম (আ:), হযরত ইসহাক (আ:), হযরত ইয়াকুব (আ:) ও হযরত ইউসুফ (আ:)-এর কবর রয়েছে। কয়েক দিন পূর্বেও ইসরাইল জেরুজালেমে একটি মসজিদ বন্ধ করে দিয়েছে। এভাবে একের পর এক মসজিদ বন্ধ করে দেয়া ধর্মীয় স্বাধীনতা ও অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

আমরা মসজিদ বন্ধ করে দেয়ার ঘটনার নিন্দা জানাচ্ছি। সেই সাথে দখলদার ইসরাইলের সকল অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা মুসলিম বিশ্ব ও বিশ্বের শান্তিকামী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।”

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement