১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

শীতকালে বাড়তে পারে করোনা, সবাইকে সতর্ক থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

- সংগৃহীত

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শীতকালে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে, তাই স্বাস্থ্যবিধি আমাদের সবার মেনে চলা প্রয়োজন। বুধবার সচিবালয়ে করোনা ও সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা অতীতে বা করোনা শুরুতে যেমন সতর্ক ছিলাম, এখনও একই সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। তবে দেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার আরো কম হতো, যদি দেশের মানুষ ব্যাপক হারে পরীক্ষা করতো।’

‘আমরা করোনা মোকাবিলা করার ক্ষেত্রে অনেক আলোচনা সমালোচনা সত্ত্বেও আমরা অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে আছি,’ বলেন তিনি।

ড. হাছান বলেন, ‘করোনা কখন যাবে আমরা সেটা কেউ জানি না। শীতকালে সেটি বাড়ার আশঙ্কা রয়েছে। আমরা দেখেছি ডিসেম্বরে যখন করোনা দেখা দিয়েছিল তখন যে সমস্ত দেশে শীত ছিল বেশি, সে সকল দেশে বেশি মানুষ মারা গেছে। সুতরাং শীতকালে করোনা বাড়ার বেশি আশঙ্কা রয়েছে। যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এব্যাপারে জনগণকে ওয়াকিবহাল করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমিও অনুরোধ জানাবো আমরা যেন এই ধারণায় না থাকি যে, করোনা চলে গেছে। মনে রাখতে হবে করোনা আছে এবং সেটা শীতকালে বাড়তে পারে। ইউএনবি


আরো সংবাদ



premium cement
স্বাধীনতা সূচকে ১৬৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম নাটোর পৌরসভা কার্যালয়ের ভিতরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত কাঁঠালিয়ায় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কিশোরে মৃত্যু সালমান খানের বাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার ২ আরো দুই সদস্য বাড়িয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন রাবির নতুন জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে অপরাধ না করেও আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে : মির্জা ফখরুল লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে নেমে শিশুর মৃত্যু ধূমপান করতে নিষেধ করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বড় বোনের বৌভাতের গিয়ে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সকল