২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নুরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঢাবি এলাকায় বিক্ষোভ

- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকসুর সাবেক ভিপি নরুল হক নুরুর বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ। সোমবার সন্ধায় এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়।

এসময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বিভিন্ন রকম ভারতবিরোধী স্লোগান দেন। মিছিলে অনেকের হাতে মশালও দেখা যায়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, যারা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের মিছিলে অংশ নিয়েছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

তিনি বলেন, আপনারা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জন্মলগ্ন থেকে তার কার্যক্রম যদি পর্যবেক্ষণ করেন তাহলে আপনারা দেখতে পাবেন, ছাত্র অধিকার পরিষদ এদেশের গণমানুষের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ছিলো। সমস্ত ন্যায় ও যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা সারাদেশে সোচ্চার ভূমিকা পালন করেছে কিন্তু কখনো পিছু হটেনি। বর্তমান ভারতীয় আধিপত্যের দালাল সরকার ভারতের কাছে এদেশকে যখন ইজারা দেয়ার একটি পায়তারা করছে তখনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও তরুন প্রজন্ম এদেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। ভারতের কসাই খ্যাত মোদিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এদেশে আসতে দেয়নি।

তিনি বলেন, এই ভারতীয় দালাল সরকার তাদের দূর্নীতি, জুলুম, নির্যাতন ও নানা অব্যবস্থাপনার প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। শুধুমাত্র হয়রানী করার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আরো সংবাদ



premium cement
এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য

সকল