২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

হাটহাজারী মাদরাসা থেকে আল্লামা শফীর পদত্যাগ

আল্লামা আহমদ শফী
আল্লামা আহমদ শফী - ছবি : সংগৃহীত

আল্লামা আহমদ শফী হাটহাজারী মাদরাসার মুহতামিমের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।এখন থেকে শূরা সব বিষয়ে সিদ্ধান্ত নেবে। আল্লামা শফী উপদেষ্টা পদে থাকবেন। বৃহস্পতিবার রাতে শুরার বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় আল্লামা শফীর ছেলে ও মাদরাসার সহকারী সচিব আনাস মাদানীকে স্থায়ী অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়। একইসাথে ছাত্রদের সব দাবি মেনে নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে মসজিদের মাইকে এ ঘোষণা দেয়া হয়। এদিকে অসুস্থ আল্লামা আহমদ শফীকে রাতেই স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া বৈঠকে উপস্থিত শূরা সদস্যরা রাতে মাদরাসায় অবস্থান করেন।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি মেকাবেলায় রাতেও আইনশৃংখলা রক্ষাবাহিনির সদস্যরা মাদরাসার বাইরে অবস্থান করেন।


আরো সংবাদ



premium cement