১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

বঙ্গবন্ধুর ছাত্রত্ব পুনরুদ্ধার উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত

- সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব পুনরুদ্ধার উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগে ১০ টাকা মূল্যের ডাকটিকিট, ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের ডাটা কার্ড অবমুক্ত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার ৬১ বছর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সিদ্ধান্তে ২০১০ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব ফিরিয়ে দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৪৯ সালে বঙ্গবন্ধুর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক ও অন্যায়’ বলে অভিহিত করে।

এদিকে, প্রধানমন্ত্রী ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৯০ টাকার মূল্যের ১৮টি ডাকটিকিটের একটি সেট, ১০ ও ১০০ টাকা মূল্যের দুটি উদ্বোধনী খাম এবং একটি ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেছেন।

এছাড়াও প্রধানমন্ত্রী ২০২০ সালের ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে যথাক্রমে দুটি পৃথক ১০ টাকার ডাকটিকিট, দুটি ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম এবং দুটি ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন।

এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক শুদ্ধংশু শেখর ভদ্র উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোস্তফা জব্বার বঙ্গবন্ধুর রাজনৈতিক ও পারিবারিক জীবনের ১০০ ছবি নিয়ে তৈরি স্মারক ডাকটিকিট একটি বিশেষ অ্যালবাম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

তিনি গত ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০ টাকার একটি স্যুভেনির শিট, ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের ডাটা কার্ড হস্তান্তর করেন।

অবমুক্ত করা টিকিট, খাম ও ডাটা কার্ড শনিবার থেকে রাজধানীর জিপিওতে পাওয়া যাবে। পরে সেগুলো দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাক ঘরে মিলবে। ইউএনবি


আরো সংবাদ



premium cement
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার মধুর প্রতিশোধে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্য গ্রেফতার ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৩

সকল