২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

অধ্যাপক আবদুল কাফী মন্ডলের ইন্তেকালে জামায়াতের শোক

-

দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার বিরামপুর পৌরসভা প্রফেসর পাড়া নিবাসী বিরামপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আবদুল কাফী মন্ডল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত বৃহস্পতিবার বেলা ২টায় বার্ধক্যজনিত কারণে রংপুর প্রাইভেট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তার স্ত্রী, দুই ছেলে ও চার কন্যা রয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে বিরামপুর থানা মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

অধ্যাপক আবদুল কাফী মন্ডলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম শনিবার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল কাফী মন্ডল শিক্ষা বিস্তারের পাশাপাশি বিভিন্ন জনহিতকর কাজের সাথে ঘনিষ্টভাবে যুক্ত ছিলেন। নিজ এলাকায় বহু মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, ঈদগাহ মাঠ, কবরস্থান, স্কুল, কলেজ, রাস্তাঘাটসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অনেক অবদান রয়েছে। মহান আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর এবং সেক্রেটারি যথাক্রমে জনাব মোঃ আনোয়ারুল ইসলাম ও মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বিরামপুর পৌরসভা শাখা জামায়াতের আমীর জনাব সাখাওয়াত হোসেন বিএসসি ও সেক্রেটারি প্রভাষক এনামুল হক গভীর শোক প্রকাশ করে বলেন, অধ্যাপক আবদুল কাফী মন্ডলের ইন্তেকালে আমরা একজন জনদরদি ব্যক্তিকে হারালাম। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।


আরো সংবাদ



premium cement
শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ‘আমার শিশু মেয়েটির যে সর্বনাশ সে করেছে’ বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি

সকল