২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাজনৈতিক দল নিবন্ধন আইনের ওপর মতামতের জন্য সময় চেয়েছে আ’লীগ

- নয়া দিগন্ত

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের ওপর মতামতের জন্য আওয়ামী লীগের নির্বাচন কমিশনের (ইসি) কাছে একমাস সময় বাড়ানোর আবেদন করেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) দলের পক্ষ থেকে দেওয়া দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে এ আবেদন করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ইসির নির্বাচন সংশ্লিষ্ট যেসব আইন রয়েছে তার মৌলিক বিষয়াবলী অক্ষুন্ন রেখে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এসব আইনের খসড়ার ওপরে মতামত দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের ওপর মতামতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। এজন্য এই প্যানডেমিক পরিস্থিতিতে ১৫ দিন সময় যথেষ্ঠ নয়। আমরা মনে করি, এই আইনের খসড়ার ওপর মতামতের জন্য আরও একমাস সময় বৃদ্ধির প্রয়োজন। বাসস


আরো সংবাদ



premium cement