২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এমন ত্রাণ কার্যক্রম কেউ কখনো ভাবেনি : তথ্যমন্ত্রী

এমন ত্রাণ কার্যক্রম কেউ কখনো ভাবেনি : তথ্যমন্ত্রী - ছবি : সংগৃহীত

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে চলমান এমন বৃহত্তম ত্রাণ কার্যক্রম ও মোবাইলে টাকা পৌঁছানো কেউ কখনো ভাবেনি।’

বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ হলে করোনায় কর্মহীন খেলোয়াড়দের মাঝে সরকারি উপহারসামগ্রী বিতরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। মানুষ সরকারের কাছে চায়নি, কোথাও যেতে হয়নি, এক টাকা খরচ অথবা কোনো দেন-দরবার ছাড়া মানুষের মোবাইল ফোনে আড়াই হাজার করে টাকা চলে এসেছে। এটি কখনো কেউ ভাবেনি।’

দেশের প্রায় সাত কোটি মানুষ নানাভাবে সরকারি সহায়তার আওতায় এসেছে, এমন ঘটনাও কখনো ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের সমস্ত কওমি মাদ্রাসায় ঈদের আগে দুদফায় টাকা দেয়া হয়েছে, বিভিন্ন মসজিদে টাকা দেয়া হয়েছে।’

পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ, সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের পরিচালনায় সারাদেশে প্রায় এককোটি বিশ লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আশেপাশের কোনো দেশে এভাবে ত্রাণ তৎপরতা হয়েছে কি না, আমার জানা নেই।'

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘খেটে খাওয়া মানুষের বাংলাদেশে করোনার কারণে আজ দু’মাসের বেশি প্রায় সমস্ত কর্মকান্ড বন্ধ। অনেকের অনেক শঙ্কা-আশঙ্কা মিথ্যে প্রমাণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৃহত্তম ও সুপরিকল্পিত ত্রাণ কার্যক্রমের কারণে দেশের একজন মানুষও অনাহারে মৃত্যুবরণ করেনি।’

ড. হাছান বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড মাসের পর মাস বন্ধ রেখে কোনো দেশ টিকে থাকতে পারেনা এবং সে কারণেই উন্নত দেশগুলোতে কর্মকান্ড শুরু হয়েছে, মানুষ কাজে ফিরেছে। আমাদেরও ধীরে ধীরে তা করতে হবে।

‘তবে মনে রাখতে হবে, আমরা যেন জনসমাগম না করি, শারীরিক দুরত্ব বজায় রাখি কারণ, আমার সুরক্ষা আমার হাতে’, যোগ করেন তিনি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement