১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাবেক এমপি হাজী মকবুলের করোনাভাইরাসে মৃত্যু

সাবেক এমপি হাজী মকবুলের করোনাভাইরাসে মৃত্যু
হাজী মকবুল - সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগের নেতা, ঢাকার সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেন।

রোববার রাত ৯টার কিছু পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

হাজী মকবুল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিবিৎসা নিচ্ছিলেন। মকবুল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা মহামারির মধ্যেও মকবুল হোসেন ঢাকা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় অসহায়তা মানুষের মধ্যে নিয়মিত ত্রাণ বিতরণ করছিলেন। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। ওই দিনই তিনি অসুস্থ হয়ে পড়েন।

হাজী মকবুলের স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাজি মকবুলের ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।


আরো সংবাদ



premium cement