২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি শতাধিক চিকিৎসকের

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী - সংগৃহীত

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবি করে দেশের শতাধিক চিকিৎসক বিবৃতি দিয়েছেন। রোববার সংবাদপত্রে পাঠানো বিবৃতিতে চিকিৎসকেরা বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। করোনাভাইরাস সংক্রমণের হার বয়স্কদের ক্ষেত্রে অনেক বেশি। বর্তমানে কারাবন্দী ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বিশ্বনন্দিত আলেম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বয়স পচাত্তুরে বেশি। এছাড়াও তিনি একজন ডায়াবেটিস রোগী, যাদের করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা অনেক বেশি। তাই মানবিক দিক বিবেচনা করে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর কারামুক্তির জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন চিকিৎসকেরা।

বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেইন, অধ্যাপক ডা. মাহমুদ হোসেইন, অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, অধ্যাপক ডা. খয়বর আলী, সহকারী অধ্যাপক ডা. গাজী জাকির হোসেইন, সিনিয়র কনসালট্যান্ট ডা. হাফিজুর রহমান, অধ্যাপক ডা. কাজী ইকবাল হোসেইন, সিনিয়র কনসালট্যান্ট ডা. হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক ডা. ওমর ফারুক, সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহিল কাফি, সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুস সামাদ শেষ, ডা. নুরুন্নবী মোস্তফা, ডা. মোয়াজ্জেম হোসেইন, ডা. শিহাব উদ্দিন, ডা. নুরুল আলম তালকুদার প্রমুখ।
বিজ্ঞপ্তি

 


আরো সংবাদ



premium cement

সকল