২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বঙ্গবন্ধু এভিনিউ : ভিতরে সভা বাইরে মানববন্ধন

- নয়া দিগন্ত

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাথে যৌথসভা চলাকালে কার্যালয়ে বাইরে তৃণমূলের সম্মেলনে অনিয়ম ও পকেট কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন করছেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা। তাদের অভিযোগ উপজেলা ও জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে এবং নিজ বলয় ভারী করতে ঘরে বসে পকেট কমিটি গঠন করেছেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়।

এসময় উপস্থিত নেতাকর্মীদের মানববন্ধন থেকে সরে আসার আহ্বান জানান মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক। কিন্তু উল্টো নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তারা। এসময় তাদের বিরুদ্ধেও স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা। এমন অবস্থায় মানববন্ধনের স্থান ত্যাগ করেন জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা।

শ্রীনগর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি হাসান আব্দুল মতিন বলেন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক স্থানীয় নেতাকর্মীদের সাথে আলোচনা না করে নিজেরা টাকা লেনদেনের মাধ্যমে ওয়ার্ড কমিটি করেছন। এ বিষয়ে আমরা জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

উপজেলার কলাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি মো: শওকত হোসেন বলেন, দায়িত্বশীল নেতারা ঘরে বসে যেভাবে তৃণমূল কমিটির করছে, তাতে ত্যাগী ও পরিশ্রমীরা বাদ পড়ছেন। জামায়াত বিএনপির কর্মীরা আওয়ামী লীগের দায়িত্বশীল পদ-পদবিতে আসছে।

কলাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আমরা বারবার অভিযোগ দেয়ার পরও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে আজ আমরা মানববন্ধন করছি। এ বিষয়ে আমরা দ‌লের সভা‌নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করতে চাই ব‌লে জানান তি‌নি।


আরো সংবাদ



premium cement
পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার

সকল