১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বিএনপির সমাবেশ : ফজলুল হক মিলনসহ আটক ৩

ফজলুল হক মিলনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ - ছবি : নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ উপলক্ষে দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সাবেক এ প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলটি নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিগেল মোড় ঘুরে প্রেসক্লাব অভিমুখে অগ্রসর হওয়ার কথা থাকলেও পুলিশী বাধার মুখে তা দুপুরে নয়া পল্টন থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় হয়ে আবারো কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ফেরত আসে। পরে সেখানে সমাবেশ করে নেতাকর্মীরা।

সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় রাজধানীর নাইটিংগেল মোড় থেকে দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে আটক করে পুলিশ। এর আগে শনিবার সকালের দিকে নয়া পল্টনে কার্যালয়ের সামনে থেকে দুই কর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেছে বিএনপি।

শনিবার দুপুর পৌণে ২টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিক্ষোভ কর্মসূচির শুরু হয়। সকাল থেকে পুলিশ বিএনপির কার্যালয় ঘিরে রাখে।

পুলিশের পল্টন জোনের উপ-কমিশনার এনামুল হক মিঠু বলেন, ‘আমাদের কাছে বিক্ষোভ মিছিলের অনুমতির কোনো খবর নেই। তাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নয়া পল্টনে অবস্থান নিয়েছি আমরা।’

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এই মুহূর্তে ঠিক কতজন তা বলতে পারছি না।’

বিক্ষোভ সমাবেশের কারণে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দেখুন:

আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল