২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ডিএমপি কমিশনারের সাথে আজো সাক্ষাৎ করেছে বিএনপির প্রতিনিধি দল

-

সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তার কারাবরণের দুই বছরকে সামনে রেখে ৮ ফেব্রুয়ারির সমাবেশের জন্য এখনো অনুমতি পায়নি বিএনপি। সমাবেশের অনুমিত চাইতে গতকালের মতো আজো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গিয়েছিলেন বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কার্যালয় থেকে ফিরে প্রতিনিধিদলের সদস্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, আমরা আজো অনুমতি চাইতে ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়েছিলাম। ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলামের সাথে দেখা করে কথা বলেছি। তিনি সমাবেশের অনুমতির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন।

বিএনপির প্রতিনিধিদলের অপর দুজন হলেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান।

খালেদা জিয়ার কারাবন্দিত্বের দুই বছর পূর্ণ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। দিনটিকে কেন্দ্র করে তার মুক্তির দাবিতে ওইদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। গত মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে যৌথসভা শেষে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আরো সংবাদ



premium cement