২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

উন্নয়নের মূল স্রোতে নারীদের সম্পৃক্ত করতে হবে : স্পিকার

উন্নয়নের মূল স্রোতে নারীদের সম্পৃক্ত করতে হবে : স্পিকার - ছবি : সংগৃহীত

রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারীদের উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, ‘নারীদের পিছিয়ে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে। নারীদের শিক্ষায় এগিয়ে দিতে হবে, তবেই বাল্যবিয়ে রোধ করা যাবে এবং মাতৃমৃত্যু হ্রাস পাবে।’

শনিবার মাদারীপুরের শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে ‘বাল্যবিবাহ প্রতিরোধপূর্বক মাতৃমৃত্যু হ্রাসকরণ’ শীর্ষক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন বলেন, ‘নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে সবাইকে এগিয়ে আসতে হবে। মানসিকতার পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।’

স্পিকার আরও বলেন, ‘বাংলাদেশ প্রতিজ্ঞা করলে বাংলাদেশ পারে, কেননা দেশের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো শক্তিশালী ও দূরদর্শী নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বিশ্বকে তাক লাগিয়ে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছি।’

বাল্যবিয়ে ও মাতৃমৃত্যু হ্রাস, জঙ্গি দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও তিনি এ সময় মন্তব্য করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে কর্মশালায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, ইউএনএফপিএ প্রতিনিধি ড. আশা টার্কেলসন, স্থানীয় সংসদ সদস্য এবং মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement