২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বিএনপির হাতে কোনো ইস্যু দেয়া হবে না : ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের - ফাইল ছবি

দেশের সাবেক ক্ষমতাসীন দল বিএনপি চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্য বোঝে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন ইস্যু খুঁজছে কিন্তু তাদের হাতে কোনো ইস্যু দেয়া হবে না।

আজ মঙ্গলবার গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের সাথে হওয়া চুক্তি প্রকাশে বিএনপির দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আজ ভারত নিয়ে কথা বলে। তারা চুক্তি নিয়ে কথা বলে। কিন্তু চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্যই তারা বোঝে না। বিএনপির এখন বেলা শেষ। শেষ বেলায় বিএনপি নেতারা আজ ইস্যু খুঁজে বেড়াচ্ছেন। তাদের হাতে কোনো ইস্যু দেয়া হবে না।’

দুর্নীতিবিরোধী অভিযান সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতিবাজদের মেরুদণ্ড ভেঙে না দেয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন চলবে। সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি চলবে না। আপনারা সবাই হুঁশিয়ার হয়ে যান। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে।’

দুর্নীতি আর দুর্নীতিবাজদের চক্র ভেঙে দেয়ার ওপর গুরুত্বারোপ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘আমাদের নেত্রীর এত ত্যাগ-তিতীক্ষা...তার মাধ্যমে এত অর্জন, উন্নয়ন। এসব কিছুর সোনালী ফসল ঘরে তুলতে হবে। মনে রাখতে হবে উন্নয়ন আর অর্জনের কোনো দাম নেই, যদি আচরণ খারাপ হয়। ভালো ব্যবহার না করলে ভালো উন্নয়নের কোনো দাম নেই।’

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের চলমান কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি সড়ক পরিবহনের নেতাদের প্রতি অনুরোধ করছি আইন মেনে চলুন। আইন করা হয়েছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, কাউকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে নয়।’

শহীদ বরকত স্টেডিয়াম আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী

সকল