২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিশ্বাসঘাতকতা করলে বহিষ্কার করা হবে : ওবায়দুল কাদের

পথ সভায় ওবায়দুল কাদের - সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দলের সাথে বিশ্বাসঘাতকতা করলে দল থেকে বহিষ্কার করা হবে।

আজ শনিবার ট্রেনে উত্তরাঞ্চল সফরের সময় টাঙ্গাইল রেল স্টেশনে আয়োজিত এক পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। সবাইকে বলবেন, নেত্রীর বার্তা পৌঁছে দেবেন।'

তিনি বলেন, 'বেইমানি করবেন না, দলের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। এবার যেই বিশ্বাসঘাতকতা করবে, যেই দলের মনোনয়নের বিরুদ্ধে বিদ্রোহী হবে, সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।'

সেতুমন্ত্রী বলেন, 'বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। তিন দিনের মধ্যেই শোকজ যাবে। দিনাজপুর যাবে, রাজশাহী যাবে, বরগুনা যাবে, সিলেট যাবে।'

ওবায়দুল কাদের বলেন, 'জনগণ আর বিএনপির দুঃশাসনে যেতে চায় না। দেশে যে উন্নয়নের জোয়ার বইছে তাতে জনগণ আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।'


আরো সংবাদ



premium cement