০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বিড়ালের চার কান, শুধু কি তা-ই

বিড়ালের চার কান, শুধু কি তা-ই - ছবি : সংগৃহীত

সম্প্রতি তুরস্কে সন্ধান মিলেছে চার কানবিশিষ্ট একটি অনন্য বিড়ালছানার। তার নাম রাখা হয়েছে মাইদাস। বিড়ালছানাটি এতই জনপ্রিয় যে কাড়াকাড়ি করে তাকে দত্তকও নিয়ে নিয়েছে কানস ডস মিসি নামের তুর্কি এক নারী। খবর ডেইলি মেইলের।

মাইদাসের এখন ইন্সটাগ্রামে বেশ ভালো সময় যাচ্ছে; তার নামের একাউন্টটিতে ৪০ হাজারের ওপরে ফলোয়ার। সেখানে তার নানা লুকের ছবিতে মানুষের খুবই আগ্রহ।

বিড়ালছানাটির চারটি কান, শুধু এটিই তার অনন্য বৈশিষ্ট নয়; তার বুকে হৃদয় সদৃশ একটি চিহ্নও তার জনপ্রিয়তার আরেকটি কারণ।

মাইদাসকে দত্তক নেয়া ওই তুর্কি নারী জানালেন আরো বিস্ময়কর খবর, ‘বিড়ালছানাটি নাকি খুবই আমুদে ও কৌতুকপ্রিয়, সবার সাথে বন্ধুও করে ফেলে খুব তাড়াতাড়ি।

সূত্র : জিও নিউজ ও আনাদুলু নিউজ


আরো সংবাদ



premium cement