১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দুই মাথার সাপ! মালিককে বিড়ালের উপহার

দুই মাথার সাপ! মালিককে বিড়ালের উপহার - ছবি : সংগৃহীত

কোনো দিন ব্যাঙ, কোনো দিন ধেড়ে ইঁদুর। কিছু না কিছু ধরে আনে তাদের পোষা বিড়াল। মিস্টার কে রজার্স মজা করে বলছিলেন, ''এই হলো আমাদের বিড়ালের এক স্বভাব! রোজই মালিকের জন্য কোনো না কোনো উপহার ঠিক নিয়ে আসবে। এই দেখুন না, এদিন যেমন নিয়ে এল একটা দুমুখো সাপ। কোথা থেকে সেই সাপটিকে ধরে এনে দরজা দিয়ে ঢুকে পড়ল বাড়ির ভেতর। তারপর কার্পেটে সেই সাপটিকে ছেড়ে দিলো কার্পেটের উপর। ওটার সঙ্গে খেলতে শুরু করে দিলো। আমরা তো প্রথমে দেখতেই পাইনি। আমাদের মেয়ে ছুটে এসে জানায়, পোষা বিড়ালটি যে সাপটিকে ধরে নিয়েছে সেটির দুটি মাথা। কী অ্যাডভেঞ্চারপ্রেমী বিড়াল! তাই না?''

রজার্সের ১৩ বছর বয়সী মেয়ে যখন তাকে প্রথম এসে দু মুখো সাপের কথা জানায়, তখন তিনি প্রথমে বিশ্বাস করেননি। আসলে একই শরীরে দুটি মাথা রয়েছে, এমন সাপের কথা আমরা বেশিরভাগ সময়ই অন্যের মুখে শুনেছি। নিজেরা দেখেছি কজন আর! এরপর রজার্স সেই সাপটিকে দেখে অবাক হয়ে যান। সাপটি আকারে ছোট। তাই তিনি অতি সাবধানে সেটিকে ধরে একটি প্লাস্টিকের কন্টেইনারে রেখে দেন। তিনি জানান, তার ছেলে ও মেয়ে দুজনই এমন একটি সাপ দেখে রোমাঞ্চিত হয়ে উঠেছিল। এমনকী তিনি ও তার স্ত্রীও এমন সাপ দেখলেন জীবনে প্রথমবার।

ফ্লোরিডার ঘটনা। তবে বিশ্বের বহু জায়গাতেই এমন দুটি মাথার সাপ দেখতে পাওয়া যায়। বিরল বটে! তবে এই দুনিয়ায় একটি শরীর ও দুটি মাথার সাপ রয়েছে অসংখ্য। ফ্লোরিডা ফিশ এন্ড ওয়াইল্ড লাইফ
কনজারভেশন-এর তরফ জানানো হয়েছে, দুটি যমজ সাপ জন্মের সময় কোনো জটিলতার জন্য আর আলাদা হতে পারেনি। ফলে একই শরীরে তাদের দুটি মাথা তৈরি হয়ে যায়। জানানো হয়েছে, এমন সাপ জঙ্গলে বেশি দিন বেঁচে থাকতে পারে না। কারণ শরীর একটি হলেও তাদের মাথা দুটি। দুটি মাথা দুরকমভাবে কাজ করে। ফলে একটি মাথা যখন খাবারের খোঁজে যেতে চায়, তখন অন্যটি বাধা দেয়। সেটি বিপরীত দিকে কোনো আকর্ষণীয় জিনিস দেখে এগিয়ে যেতে চায় হয়তো। ফলে এই ধরনের সাপ বেশিরভাগ ক্ষেত্রে খাবারের অভাবে মারা পড়ে।
সূত্র : জি নিউজ


আরো সংবাদ



premium cement
২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি! ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইসফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সকল