২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সমুদ্র সৈকতে ভেসে এল ১৫ ফুট লম্বা রহস্যময় প্রাণী, ভাইরাল

- ছবি : সংগৃহীত

অন্যান্য দিনের মতোই সমুদ্র সৈকতে হাঁটতে বেরিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সেই চিরাচরিত রাস্তাতেই হাঁটতে গিয়েই দেখতে পেলেন প্রায় ১৫ ফুট লম্বা এক রহস্যময় প্রাণীর মৃতদেহ। আর সেটি নিয়েই রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। কোন প্রাণীর মৃতদেহ সেটি? তা নিয়েই চলছে আলোচনা।‌

জানা গিয়েছে, সম্প্রতি ‌ব্রিটেনের সমুদ্র সৈকতে ওই রহস্যময় প্রাণীর মৃতদেহটি দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, গত ২৯ জুলাই তিনিই প্রথম আইন্সডেল সমুদ্র সৈকতে ওই প্রাণীর মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। সেই সময় তা থেকে অত্যন্ত ‘‌দুর্গন্ধ’‌ বের হচ্ছিল।

ওই ব্যক্তি জানান, ‘‌‘মৃতদেহটির চার পায়ের দিকে চারটি পাখনার মতো জিনিস ছিল, যার কারণে সেটিকে আরও অদ্ভুত দেখতে মনে হচ্ছিল। এটি প্রায় ১৫ ফুট দীর্ঘ ছিল এবং এর হাড়গুলো চারপাশে ছড়িয়ে–ছিটিয়ে ছিল, যার মধ্যে কোনো কোনোটি আবার প্রায় ৪ ফুট দীর্ঘ। যা দেখে আপনার মনে হতে পারে যে একটি প্রাণীর সঙ্গে আরেকটি প্রাণী যেন যুক্ত হয়ে আছে। এমনও হতে পারে সেটি হয়ত বাচ্চার জন্ম দিতে গিয়েই মারা গিয়েছিল?’‌’‌

ইতোমধ্যে অদ্ভুত দর্শন প্রাণীটির ছবিটি আইন্সডেল কমিউনিটি গ্রুপের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। আর মুহূর্তে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রাণীটি আসলে কী?‌ অনেকেই অনুমান করার চেষ্টা করেছেন।

কেউ লিখেছেন,‌ ‘‌‘‌এটা কি উলি ম্যামথ? হ্যাঁ আমি জানি ওই প্রাণীটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তবে এটাকে দেখে সত্যিই ওর কথাই মনে পড়ল!’‌’‌

আরেকজন লেখেন, ‘‌‘‌সম্ভবত একটি তিমি কোনও গরুকে খাচ্ছিল’‌’‌।

অপর এক নেটিজেনের দাবি, ‘‌‘‌এটি একটি সিন্ধুঘোটক’‌’‌। সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement