২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

রাত জেগে ক্লান্ত পেঁচার হা...ই...ম

হাইম তুলছে ক্লান্ত পেঁচা - ডেইলি মেইল

নিশাচর পেঁচা, রাতভর দু’চোখের পাতা এক করে না। ঘুটঘুটে অন্ধকারে জ্বলে থাকে চোখ দুটো। আর ভয়ার্ত কণ্ঠে ডেকে বেড়ায়। লম্বা রাত না ঘুমিয়েই পার করে দেয় পাখিটা। তারপর ভোর আলো ফুটতেই ক্লান্তি জেকে ধরে। বন্ধ হয়ে আসতে চায় চোখজোড়া। ঝিমুনি আসে। চলে আসে হা...ই...ম!

ক্লান্ত পেঁচার ঠিক এমনই একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন ওয়েইন হ্যাভেনহ্যান্ড। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের ব্রিডলিংটনের কাছে একটি সংরক্ষিত বন থেকে সোমবার ভোরে ছবিটি তুলেন তিনি।

৫৩ বছর বয়সী এই ফটোগ্রাফার জানান তার এই বিশেষ ছবিটার গল্প।

‘অন্য সব পেঁচার চেয়ে এ পেঁচাটি কিছুটা ভিন্ন। সচারাচর দেখা যায় না। কারণ এ পেঁচাটির কান লম্বা এবং স্বভাবে লাজুক। এরা মানুষের সামনে খুব একটা আসে না। কিন্তু এ পেঁচাটির বয়স কম। তাই মানুষ দেখে দুরে সরে যাওয়া শিখেনি।’

ওয়েইন হ্যাভেনহ্যান্ড বলতে থাকেন, ‘আমি পেঁচাটার কাছাকাছি যাচ্ছিলাম। কিন্তু সে উড়ে যাচ্ছিলো না। বিভিন্ন অ্যাঙ্গেলে তার ছবি তুলেই যাচ্ছিলাম। ঠিক সেই সময় সে হাইম দিতে শুরু করলো! আমার এত হাসি পাচ্ছিলো! আমার সাথে তখন এক বন্ধু ছিল। ও মজা করে বলছিল, তোমার ছবি তোলা দেখে ও বিরক্ত হচ্ছে।’

owal-3

 

‘পেঁচাটি রাতভর মা এবং ভাইবোনদের সাথে উড়ে বেরিয়েছে। তাই পুব আকাশে সূর্য উঁকি দিতেই ক্লান্তিতে হাইম তুলতে শুরু করে।’

সূত্র : ডেইলি মেইল


আরো সংবাদ



premium cement