২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মাংস রান্নার গন্ধ পেয়ে বাঘের হানা, জঙ্গলে নিয়ে গিয়ে জ্যান্ত খেল নারীকে

- প্রতীকী ছবি

বাড়িতে বসে মাংস রান্না করছিলেন এক মহিলা। সেই গন্ধেই সেখানে হানা দিল বাঘ। মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেলল বাঘটি। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভারতের ঝাড়খণ্ডের এক গ্রামে।

মঙ্গলবার রামকান্দা থানা এলাকার কুশওয়ার গ্রামে মৃত্যু হয় কলসিয়া দেবীর। জঙ্গলের খুব কাছেই ছিল তার কুঁড়েঘর। পাশেই আরও কয়েকটি কুঁড়েঘরে বেশ কয়েকজনের বাস। এই এলাকায় প্রায়ই জঙ্গল থেকে পশুদের গর্জন শুনতে পেতেন বাসিন্দারা। অনেক এলাকাবাসীদের হিংস্র পশুর পেটে যেতে হয়েছে, এই কথাও তাদের অজানা ছিল না। তবু বুকে ভয় নিয়েই তারা থাকেন সেখানে।

মঙ্গলবার কলসিয়া দেবী নিজের কুঁড়েঘরে বসে মাংস রান্না করছিলেন। সেই গন্ধ পেয়েই হানা দেয় এক বাঘ। মাংসের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে এসে সে সোজা ঢুকে পড়ে কলসিয়া দেবীর কুঁড়েতে। ভেতরে ওই মহিলাকে বসে থাকতে দেখে, তার উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। মুখে করে ওই মহিলাকে টানতে টানতে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। সাহায্যের জন্য তখন চিৎকার করছিল কলসিয়া। চিৎ‌কার শুনে মানুষজন ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

পরে কুঁড়ের ভেতরে তলসিয়ার মাংস পড়ে থাকতে দেখে শোকাচ্ছন্ন হয়ে পড়েন স্থানীয়রা। এই ঘটনার কথা স্বীকার করেছে বন দফতরও।

তবে তাদের দাবি, বাঘ নয়, কলসিয়াকে মেরেছে এক চিতাবাঘ। বেতলা ব্যাঘ্র সংরক্ষণ এলাকারই সংলগ্ন জঙ্গলের পাশে ওই জনবসতি। এর আগেও ওই এলাকায় এমন ঘটনা ঘটেছে। তবে সরকারের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এই সময়।


আরো সংবাদ



premium cement
পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার

সকল