২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বিরল প্রজাতির বিশাল হাঙর

- ছবি : সংগৃহীত

বিশালাকার একটি হাঙর ধরা পড়েছে ভারতের দক্ষিণ গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে। এ ধরনের হাঙর পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির। গত সোমবার ডামাস শোরে রক্তাক্ত অবস্থায় হাঙরটিকে দেখতে পান গ্রামবাসী।

গুজরাট বন দফতর এবং মৎস্যজীবীদের প্রচেষ্টায় পরে ফিশিং বোটের সাহায্যে গভীর সমুদ্রে ছেড়ে আসা হয় বিশাল এই হাঙরকে।

বন দফতরের কর্মীরা জানিয়েছেন, ১৫ ফুট লম্বা হাঙরটির ওজন প্রায় ২৫০ কেজি। সোমবার দুপুরে গ্রামবাসী দেখার পর বেশ কিছু মৎস্যজীবী মিলে জাল দিয়ে সেটিকে ধরেন। পরে জাল কেটে হাঙরটিকে বের করা হয়। সমুদ্রে পাথুরে কোনো জায়গায় আঘাত পায় মাছটি। এতে শরীরে রক্তপাত হতে থাকে।

গুজরাটের উপকূলবর্তী অঞ্চলেই ওই মাছের প্রজনন হয় বলে জানা গেছে। এ ধনের হাঙর আফ্রিকা থেকে আরব সাগর হয়ে সেখানে আসে প্রজননের জন্য।

সুরাট বন দফতরের কর্মকর্তা পুনিত নায়ারের কথায়, এই প্রথম বিরল প্রজাতির এ হাঙরের দেখা মিলল। পরে সেটিকে সমুদ্রে ছেড়ে দেয়া হয়। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement